বুধবার, ৯ নভেম্বর ২০২২
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধিঃ দেশে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের মহিষতুলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার (৯ নভেম্বর) ভোরের দিকে মহিষতুলি সীমান্তে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন এলাকাবাসী।
নিহতরা হলেন- মহিষতুলি গ্রামের সানোয়ার হোসেনের ছেলে ওয়েজ কুরুনী ও একই এলাকার ঝাড়িরঝাড় গ্রামের সাদেক আলীর ছেলে আয়নাল হক। স্থানীয়রা জানান, ওয়েজ কুরুনী ও আয়নালসহ কয়েক বাংলাদেশি ভারতীয়দের পাঠানো গরু আনতে সীমান্তে যান। সীমান্ত দিয়ে গরু পারাপারের সময় ভারতীয় সীমান্তরক্ষীদের চালানো গুলিতে ঘটনাস্থলেই ওই দুই বাংলাদেশি নিহত হন। পরে অপর বাংলাদেশিরা দুজনের মরদেহ বাড়িতে নিয়ে আসেন।নিহতদের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছে আদিতমারী থানার ওসি মোক্তারুল ইসলাম।
এদিকে, বিজিবির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কয়েকজন বাংলাদেশি সীমান্ত দিয়ে গরু পারাপারের চেষ্টা করলে বিএসএফ গুলি চালায়। এতে দুই বাংলাদেশি নিহত হয়।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল ইসলাম জানিয়েছেন, গুলিতে দুই বাংলাদেশিকে হত্যার ঘটনায় কড়া প্রতিবাদ পাঠানোসহ পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে।