
রবিবার, ৩০ অক্টোবর ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ১৫০ রান
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ১৫০ রান
বিবিসি২৪নিউজ,ক্রীড়া ডেস্কঃ ব্রিসবেনে অনুষ্ঠিত সুপার টুয়েলভে দিনের প্রথম ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে টাইগার ওপেনার নাজমুল হোসেন শান্তর অভিষেক ফিফটির সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫০ রান তুলল বাংলাদেশ। ফলে জিততে হলে জিম্বাবুয়ের দরকার ১৫১ রান।
ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশি দলনেতা সাকিব আল হাসান। কিন্তু অধিনায়কের সিদ্ধান্তের প্রতি সুবিচার করতে পারেননি সৌম্য লিটন। ইনিংসের দ্বিতীয় ওভারে কোনো রান না তুলেই সাজঘরে ফেরেন ওপেনার সৌম্য সরকার। আর পাওয়ার প্লের শেষ ওভারে ১৪ রানে আউট হন লিটন দাস।
তৃতীয় উইকেট জুটিতে ইতিবাচক ব্যাট করতে থাকেন ওপেনার শান্ত ও দলনেতা সাকিব। এ সময় দুজনের ব্যাট থেকে এসেছে ৪৩ বলে ৫৪ রান। এরপর শেন উইলিয়ামসের করা বলে মুজারাবারি হাতে ক্যাচ তুলে দেন সাকিব।
এদিকে ওপেনিংয়ে খেলতে নামা নাজমুল হোসেন শান্ত তুলে নেন ক্যারিয়ারের প্রথম হাফ-সেঞ্চুরি। বাঁ-হাতি এই ব্যাটারের ইনিংস থেমেছে ৭১ রানে। সিকান্দার রাজার করা বলে ক্রেইগ আরভিনের হাতে ক্যাচ তুলে দেন তিনি। ৫৫ বলে খেলা তার এই ইনিংসটি সাতটি চার ও একটি ছয়ে সাজানো। ৭ রানে মোসাদ্দেক ও১ রানে সোহান আউট হন। শেষ বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন আফিফ। ১৯ বলে একটি করে চার-ছয়ে করেন ২৯ রান। আর ১ রানে অপরাজিত থাকেন ইয়াসির রাব্বি।