শনিবার, ২৯ অক্টোবর ২০২২
প্রথম পাতা » প্রিয়দেশ | রাজনীতি | শিরোনাম | সাবলিড » তত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে অংশ নেবে না বিএনপি-মির্জা ফখরুল
তত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে অংশ নেবে না বিএনপি-মির্জা ফখরুল
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধিঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘তত্বাবধায়ক সরকার গঠন ছাড়া বিএনপি কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না। এ দাবিতেই আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করতে হবে। পদত্যাগ করে তত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিতে হবে। তারপর নতুন করে নির্বাচন কমিশন গঠন করতে হবে। বিএনপির সংসদ সদস্যরা প্রস্তুত আছেন, নির্দেশ পেলেই সংসদ থেকে পদত্যাগ করবেন।
শনিবার (২৯ অক্টোবর) রংপুরে বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন ফখরুল। রংপুর কালেক্টরেট ঈদগাহ ময়দানে দুপুর ২টার আগেই সমাবেশ শুরু হয়।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বলছেন-সামনে দেশে দুর্ভিক্ষ হতে পারে। কিন্তু দুর্ভিক্ষ হওয়ার আগেই শেখ হাসিনার পতন ঘটাবো। দেশে হঠাৎ জঙ্গিবাদের ধোঁয়া তুলছে, আওয়ামী লীগ বলছে-জঙ্গী অগ্নিসন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া হবেনা। কিন্তু এসব অস্ত্র ভোঁতা হয়ে গেছে এই অস্ত্র আর চলবে না। আপনাদের চেহারা সারা দুনিয়া জেনে গেছে। আমেরিকা বলছে-সরকারের দেওয়া মানবাধিকার রিপোর্টগুলো মিথ্যা।’
বিএনপির নেতা-কর্মীদের ওপর সরকারের জুলুম সর্বোচ্চ পর্যায়ে উঠে গেছে উল্লেখ করে ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের গত ১৫ বছরে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে ৩৫ লাখের বেশি মামলা করা হয়েছে। ৬০০ নেতা-কর্মীকে গুম ও সহস্রাধিক খুন করেছে এই সরকার। আলেম-ওলামাদের বিনা কারণে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে জেলে বন্দি করে রেখেছে।’
গণসমাবেশে সভাপতিত্ব করেন-রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু। অতিথি হিসেবে বক্তব্য রাখেন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।