ঘন কুয়াশায় ঢেকেছে ঢাকা
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক,ঢাকাঃ দেশের বিভিন্ন অঞ্চলের মতো রাজধানীতেও কুয়াশার দাপট বেশ চোখে পড়েছে আজ। শনিবার (২৯ অক্টোবর) ভোরে এ ‘দাপটটা’ গত কয়েকদিনের তুলনায় খানিক বেশিই মনে হলো!
এদিন সকাল সোয়া ৬টার পরও রাজধানীর কোনো কোনো এলাকায় সূর্যের দেখা মেলেনি। বরং রাজধানীর সুউচ্চ ভবনগুলো জড়িয়ে ছিলো কুয়াশার চাদরে। সে ছবি কেউ কেউ সামাজিক মাধ্যমে পোস্টও করেছেন। কেউ কেউ বিষয়টিকে শীতের পদধ্বনি বলে মনে করছেন।
এদিকে, ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।