সোমবার, ৩ অক্টোবর ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » রুশনিয়ন্ত্রিত অঞ্চল পূর্ণ স্বাধীনতা ঘোষণা- জেলেনস্কির
রুশনিয়ন্ত্রিত অঞ্চল পূর্ণ স্বাধীনতা ঘোষণা- জেলেনস্কির
বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্ক: প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশনিয়ন্ত্রিত দোনেৎস্ক অঞ্চলের লিম্যান শহরের পূর্ণ স্বাধীনতা ঘোষণা করেছেন।
শনিবার ইউক্রেনের সেনাবাহিনীর অগ্রাভিযানের মুখে রুশ সেনারা শহরটি ছেড়ে চলে যাওয়ার পর রোববার এটির স্বাধীন হওয়ার খবর দিলেন জেলেনস্কি।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে প্রকাশিত এক সংক্ষিপ্ত ভিডিওবার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট এ ঘোষণা দেন। খবর দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্টের।
রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে দখল করা ইউক্রেনের দোনেৎস্ককে একীভূত করার ঘোষণার পরের দিন শনিবারই এ অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর লিম্যান পুনরুদ্ধার করার দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার এক ভিডিওবার্তায় জানান, দোনেৎস্কের লিম্যান শহরে এখন ইউক্রেনের পতাকা উড়ছে। এটি এখন আমাদের সেনাদের দখলে।
কথিত গণভোটের পর গত শুক্রবার ডিক্রি জারির মাধ্যমে দোনেৎস্কসহ ইউক্রেনের অধিকৃত চার অঞ্চলকে রাশিয়ার অংশ বলে ঘোষণা করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এর প্রতিক্রিয়া ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ইউক্রেনের জনগণ এটি মেনে নেবে না। লিম্যানের মতো ইউক্রেনের সেনারা ২০১৪ সালে রাশিয়ার দখল করে নেওয়া ক্রিমিয়াও পুনরুদ্ধার করবে।
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, দোনেৎস্কের লিম্যান শহর থেকে সেনাদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন তারা। লিম্যান অবস্থিত রুশ সেনাদের যেন ইউক্রেনের সেনারা ‘ঘিরে ফেলতে না’ পারে, সে জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়৷
এ বিষয়ে রুশ মন্ত্রণালয় বলেছে, অবরুদ্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থেকে মিত্র সেনাদের লিম্যান থেকে সরিয়ে আরও ভালো অবস্থানের দিকে নিয়ে যাওয়া হয়েছে।
গত কয়েক দিন ধরে রাশিয়া যখন অধিকৃত চার অঞ্চলের স্বাধীনতা ঘোষণা নিয়ে ব্যস্ত, তখন লিম্যান শহরটির দিকে এগিয়ে যাচ্ছিল ইউক্রেনের সেনারা৷
তখন থেকেই আশঙ্কা করা হচ্ছিল রুশ সেনাদের হাত থেকে শহরটি হাতছাড়া হয়ে যাবে।