সোমবার, ৩ অক্টোবর ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইউক্রেনের চার অঞ্চল রাশিয়ার মূল ভূখণ্ডে অন্তর্ভুক্তির চুক্তি- পুতিন
ইউক্রেনের চার অঞ্চল রাশিয়ার মূল ভূখণ্ডে অন্তর্ভুক্তির চুক্তি- পুতিন
বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্ক: চার অঞ্চলকে রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে যুক্তকরণ বিষয়ক চুক্তিকে জাতীয় সংসদের অনুমোদনের জন্য দুমায় পাঠিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নিম্ন কক্ষে চুক্তিটি অনুমোদিত হলে ইউক্রেনের ওই চারটি অঞ্চল রাশিয়ার সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হওয়ার চূড়ান্ত প্রক্রিয়া শেষ করবে।
রাশিয়ার বার্তা সংস্থা ইতার তাস জানিয়েছে, গতকাল (রোববার) পুতিন চুক্তিটি দুমায় উত্থাপন করেন। আজ এটি দুমায় পর্যালোচনা করা হবে এবং আগামীকাল উচ্চ কক্ষ ফেডারেশন কাউন্সিলে পর্যালোচনার জন্য পাঠানো হবে।
গত শুক্রবার প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের চার অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবে একীভূত করার ডিগ্রিতে সই করেন।
দোনেস্ক, লুহানস্ক, খেরসন ও যাপোরিযিয়া অঞ্জলকে
এর আগে এসব অঞ্চলে গণভোট হয় যাতে রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে সেসব এলাকার জনগণ ভোট দিয়েছেন। তবে ইউক্রেন এবং তার পশ্চিমা মিত্র দেশগুলো এই গণভোটকে ভুয়া বলে আখ্যায়িত করেছে। পশ্চিমা দেশগুলো বলছে, রাশিয়া জোরপূর্বক এ সমস্ত অঞ্চলকে দখল করেছে।
গতকাল মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের নয় সদস্য দেশ বলেছে, তারা এই গণভোটকে স্বীকৃতি দেয় নি এবং কখনো দেবেও না।