বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » সড়ক দুর্ঘটনায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি আহত
সড়ক দুর্ঘটনায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি আহত
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদন থেকে এতথ্য জানা যায়।
খবরে বলা হয়েছে, খারকিভের পুনরুদ্ধার করা শহর ইজিয়াম পরিদর্শন শেষে বৃহস্পতিবার কিয়েভে ফিরছিলেন জেলেনস্কি। পথে ব্যক্তিগত একটি গাড়ির সঙ্গে জেলেনস্কিকে বহনকারী গাড়ির সংঘর্ষ হয়। এতে তিনি আহত হন।
জেলেনস্কি মুখপাত্র সের্হি নাইকিফোরভ বলেছেন, ‘একটি গাড়ির সঙ্গে ভলোদিমির জেলেনস্কির গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। তবে আঘাত তেমন গুরুতর নয়।’
মুখপাত্র আরও জানিয়েছেন, আহত জেলেনস্কিকে হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসকরা তাকে পরীক্ষা করেছেন। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত করা হচ্ছে।
দুর্ঘটনার পরপরই টেলিভিশনে প্রচারিত ভাষণে জেলেনস্কি বলেন, ‘খারকিভের আশেপাশের এলাকা থেকে মাত্র ফিরে এসেছি। পুরো অঞ্চল এখন দখলমুক্ত। এটি আমাদের একটি নজিরবিহীন অর্জন। রুশ সেনাদের হটিয়ে দিতে পেরেছে আমাদের সেনারা।’