শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | মিডিয়া ওয়াশ | শিরোনাম » নয়াদিল্লিতে প্রেসক্লাব অব ইন্ডিয়ায় বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার- পরিদর্শন করেছে- প্রধানমন্ত্রীর প্রেসসচিব
নয়াদিল্লিতে প্রেসক্লাব অব ইন্ডিয়ায় বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার- পরিদর্শন করেছে- প্রধানমন্ত্রীর প্রেসসচিব
বিবিসি২৪নিউজ,এম ডি জালাল, নয়াদিল্লি থেকেঃ ভারতের নয়াদিল্লিতে প্রেসক্লাব অব ইন্ডিয়ায় বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার- পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর প্রেসসচিব জনাব এহসানুল করিম। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরকালে বুধবার (৭ সেপ্টেম্বর) দিল্লিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার প্রেসমিনিষ্টার শাবান মাহমুদ ক্লাবের দোতালায় বঙ্গবন্ধু মিডিয়া সেন্টারটি ঘুরিয়ে দেখান। এমময় প্রেসক্লাব অব ইন্ডিয়ারসা সাবেক সভাপতি গৌতম লাহিড়ী, জাতীয় প্রেস ক্লাব, ঢাকার যুগ্ম সম্পাদক মো. আশরাফ আলী, নয়াদিল্লি সফররত বাংলাদেশের বিভিন্ন সাংবাদিক, বাংলাদেশ ও ভারত উভয় দেশের গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংক্ষিপ্ত জীবনচিত্র তুলে ধরে এহসানুল করিম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে মুক্তির পথে পরিচালিত করেছিলেন এবং বঙ্গবন্ধু না জন্মালে দেশের জন্ম হতো না। তিনি বাংলাদেশের স্বাধীনতায় ভারতের সরকার, জনগণ ও সাংবাদিকদের অবদানের কথা গভীরভাবে স্মরণ করেন এবং এজন্য বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতাও প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির জন্য সাংবাদিক ও গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গৌতম লাহিড়ী বলেন, বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার শাবান মাহমুদের একক প্রচেষ্টায় এখানে বঙ্গবন্ধু মিডিয়া সেন্টারটি হয়েছে।
শাবান মাহমুদ বলেন, বাংলাদেশের বন্ধুপ্রতীম দেশ ভারতের জনগণের কাছে বঙ্গবন্ধু ও বাংলাদেশকে তুলে ধরার পাশাপাশি এদেশের জনগণ ও সুশীল সমাজের মধ্যে বাংলা ও বাঙালী সংস্কৃতির ভাববিনিময় সুদৃঢ় করার লক্ষ্যেই বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার প্রতিষ্ঠার বিষয়টি আমার মাথায় এসেছে। এটি করতে পেরে আমি নিজেকে যেমন ভাগ্যবান মনে করছি তেমনি গর্বিতও বোধ করছি। তিনি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান।