শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » অর্থনীতি | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » অর্থনীতিবিদ আকবর আলি খান মারা গেছেন
অর্থনীতিবিদ আকবর আলি খান মারা গেছেন
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধিঃ দেশের প্রখ্যাত অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়।
সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আকবর আলি খানের ছোট ভাই কবীরউদ্দিন খান সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে এভার কেয়ার হাসপাতালের ডিউটি ম্যানেজার মাসুম বিল্লাহ জানান, পরিবারের লোকজন আকবর আলি খানকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে এলে ইসিজির পরে রাত ১০টা ৫০ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।