বুধবার, ৩১ আগস্ট ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » জাতিসংঘের পরমাণু সংস্থার প্রধানের সঙ্গে জেলেনস্কির বৈঠক
জাতিসংঘের পরমাণু সংস্থার প্রধানের সঙ্গে জেলেনস্কির বৈঠক
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসির সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি।
স্থানীয় সময় গতকাল মঙ্গলবার কিয়েভে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে রাফায়েল গ্রোসির নেতৃত্বে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) মিশনকে পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকি এড়াতে ‘সম্ভব সব কিছু করার’ আহ্বান জানিয়েছেন ভোলোদিমির জেলেনস্কি।
এক টুইট বার্তায় রাফায়েল গ্রোসি বলেন, আমাদের অবশ্যই ইউক্রেন ও ইউরোপের সবচেয়ে বড় পারমাণু কেন্দ্রের সুরক্ষা নিশ্চিত করতে হবে।
জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্র পরিদর্শনের আগে মঙ্গলবার সকালে কিয়েভে পৌঁছেন রাফায়েল গ্রোসির নেতৃত্বাধীন আইএইএ-র ১৪ সদস্যের বিশেষজ্ঞ দলটি।