সোমবার, ২৯ আগস্ট ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্র পরিদর্শনে যাচ্ছে জাতিসংঘ
ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্র পরিদর্শনে যাচ্ছে জাতিসংঘ
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার সেনাদের নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জাপোরিঝিয়া পরিদর্শনে যাচ্ছেন জাতিসংঘের আণবিক সংস্থার একটি টিম। সংস্থার টুইটার অ্যাকাউন্টে এই তথ্য জানানো হয়েছে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, কয়েক মাস সমঝোতার পর এই অগ্রগতির খবর দিল আইএইএ।
সাম্প্রতিক সময়ে ইউরোপের সর্ববৃহৎ এই পারমাণবিক কেন্দ্র ও সংলগ্ন এলাকায় ব্যাপক গোলাবর্ষণ ঘটে।
ঘটনার জন্য রুশ ও ইউক্রেনের সেনারা পরস্পরকে দোষারোপ করেছে।
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আশপাশে সামরিক হামলার ঘটনা ইউক্রেনকে পারমাণবিক বিপর্যয়ের চরম ঝুঁকিতে ফেলেছে। যেকোন সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
রুশ সেনাদের নিয়ন্ত্রণে থাকলেও কেন্দ্রটি পরিচালনা করছে ইউক্রেনের কর্মকর্তারা।
খবর অনুসারে, চলতি সপ্তাহে জাতিসংঘের অটোমিক এজেন্সির প্রধান রাফায়েল গ্রোসি কেন্দ্র পরিদর্শন টিমের নেতৃত্ব দিচ্ছেন। সাম্প্রতিক গোলাবর্ষণে কোনো ক্ষতি হয়েছে কিনা সেটা বলবেন তিনি। তবে ঠিক কখন তারা জাপোরিঝিয়াতে যাবেন তা এখনো জানানো হয়নি।
ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, তারা আইএইএ টিমের সফর সম্পর্কে নিরাপত্তাজনিত কারণে মন্তব্য করবে না।