বৃহস্পতিবার, ২৫ আগস্ট ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » শেষ পর্যন্ত’ লড়াই করব: জেলেনস্কি
শেষ পর্যন্ত’ লড়াই করব: জেলেনস্কি
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনে টানা ছয় মাসেরও বেশি সময় ধরে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। বুধবার (২৪ আগস্ট) ছিল ইউক্রেনের ৩১তম স্বাধীনতা দিবস এবং এদিনই দেশটিতে রুশ আগ্রাসনের ছয় মাস পূর্ণ হয়। হামলা শুরুর পর থেকে সামরিক-বেসামরিক প্রাণহানি ও অবকাঠামোগত ভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইউক্রেন।
তবে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলছেন, রাশিয়ার বিরুদ্ধে ‘শেষ পর্যন্ত’ লড়াই করবে ইউক্রেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘আপনার (পুতিন) কতটা শক্তিশালী সেনাবাহিনী আছে তা আমরা পরোয়া করি না, আমরা কেবল আমাদের ভূখণ্ড নিয়ে চিন্তা করছি। আমরা শেষ পর্যন্ত এটির জন্য লড়াই করব। ’
রাশিয়ার কথা উল্লেখ করে তিনি প্রতিশ্রুতি দেন যে, ইউক্রেন ‘সন্ত্রাসীদের সাথে বোঝাপড়ার চেষ্টা করবে না’। তার ভাষায়, ‘আমাদের জন্য ইউক্রেন মানে সমগ্র ইউক্রেন।
কোনো ছাড় বা আপস ছাড়াই সকল ২৫টি অঞ্চল মিলেই (একক ইউক্রেন)। ’