শুক্রবার, ২২ জুলাই ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » শ্রীলঙ্কায় বিক্ষোভ দমনে সেনা অভিযান
শ্রীলঙ্কায় বিক্ষোভ দমনে সেনা অভিযান
বিবিসি২৪নিউজ,এশিয়া ডেস্কঃ শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সরিয়ে দিতে শক্তি প্রয়োগ করেছে নিরাপত্তা বাহিনী। একই সঙ্গে শুরু করা হয়েছে বিক্ষোভকারীদের তাঁবু সরিয়ে নেওয়ার কাজ।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।
খবরে বলা হয়, শত শত সেনা ও পুলিশ কমান্ডো এ অভিযানে অংশ নেয়।
এদিকে বিবিসির এক সাংবাদিককে পোটানো হয়েছে বলে জানানো হয় খবরে। এ সময় এক সেনা তার কাছে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে সেখানে থাকা ভিডিও মুছে দিয়েছেন।
রনিল বিক্রমাসিংহে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এ ঘটনা ঘটল।
এর আগে দেশটির সাবেক তীব্র বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালিয়ে যান। এর পর ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব নেন রনিল। পরে তাকে প্রেসিডেন্ট হিসেবে বেছে নেয় পার্লামেন্ট।
রনিল—সাবেক প্রধানমন্ত্রী, যদিও তিনি জনগণের কাছে খুব একটা জনপ্রিয় নন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর হওয়ার কথা জানিয়েছিলেন। কিন্তু বিক্ষোভকারীরা এতে দমেননি। তবে কিছু বিক্ষোভকারী বলছেন, তারা রনিলকে একটি সুযোগ দেবেন।
অর্থনৈতিক সংকটকে ঘিরে শ্রীলঙ্কায় বহুদিন ধরে বিক্ষোভ চলছে। অনেকের অভিযোগ, রাজাপাকসের প্রশাসনের বিরুদ্ধে, যারা দেশের টাকা যথাযথভাবে ব্যবহার করতে পারেনি এবং রনিল এ সমস্যার অংশ। কিন্তু পার্লামেন্ট ভোটে রনিল জয়লাভের পরদিন রাস্তায় সামান্য বিক্ষোভ দেখা গেছে।
শপথ নেওয়ার পর রনিল স্পষ্ট করে বলেছেন যে, সরকার হঠানো বা সরকারি ভবন দখলের মতো পদক্ষেপ গণতন্ত্র নয়। যারা এ ধরনের কাজ করবেন তাদের আইন অনুযায়ী কঠোরভাবে মোকাবিলা করা হবে।
এর পর থেকেই বিক্ষোভকারীদের মধ্যে শঙ্কা কাজ করছিল যে, সরকার এখন বা পরে আন্দোলন দমাতে ধীরে ধীরে অভিযান শুরু করবে।