বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২
প্রথম পাতা » অর্থনীতি | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশের অর্থনীতিতে বড় ধাক্কা আসতে পারে : ড. দেবপ্রিয়
বাংলাদেশের অর্থনীতিতে বড় ধাক্কা আসতে পারে : ড. দেবপ্রিয়
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ দেশের মেগা প্রকল্পে ঋণ পরিশোধে অর্থনীতিতে বড় ধাক্কা আসার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেছেন, কয়েকটি বড় উন্নয়ন প্রকল্পে বিদেশি ঋণের রেয়াতকাল শেষ পর্যায়ে। এসব ঋণ পরিশোধ শুরু করতে হবে আগামী ২০২৪ থেকে ২০২৬ সালের মধ্যে। দেনার দাবিদার হিসেবে প্রথম সারিতে রয়েছে রাশিয়া। এরপর জাপান ও চীনসহ অন্যান্য দেশ। বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে এক অনলাইন আলাপচারিতায় এ পর্যবেক্ষণ তুলে ধরেন ড. দেবপ্রিয়।
‘সবচেয়ে বড় ২০ প্রকল্পের পরিস্থিতি ও প্রবণতা’ শীর্ষক এ আলাপচারিতায় ড. দেবপ্রিয় বলেন, ঋণ নিয়ে শ্রীলঙ্কার অভিজ্ঞতার কারণে বাংলাদেশের মেগাপ্রকল্প এবং বিদেশি ঋণের পরিস্থিতি সম্পর্কে জানা প্রাসঙ্গিক হয়ে উঠেছে। এ উদ্দেশ্যেই এই আয়োজন।
আলাপচারিতায় অবকাঠমো উন্নয়ন কাঠমোর নৈতিক ভিত্তি, রাজনৈতিক এবং তাত্ত্বিক ভিত্তি, আন্তর্জাতিক অভিজ্ঞতা সাফল্য ও বিপর্যয়ের প্রেক্ষাপট তুলে ধরেন ড. দেবপ্রিয়। তিনি বলেন, অবকাঠামোতে বড় বিনিয়োগ থেকে আয়ের সুযোগ বেশি। অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য গুণক হিসেবে কাজ করে এ ধরনের বিনিয়োগ। যদিও সরাসরি কর্মসংস্থান কম হয়। তবে অবকাঠামোর সুযোগে অন্যান্য খাতের উন্নয়নের ফলে কর্মসংস্থানের সুযোগ অনেক বাড়ে। ড. দেবপ্রিয় বলেন, সময়মত এবং দুর্নীতিমুক্তভাবে প্রকল্প বাস্তবায়ন করা না গেলে দায়-দেনার ক্ষেত্রে বড় ধরনের ঝুঁকি থাকে।
২০১৬ সালের পর থেকে সমাপ্ত অর্থবছর পর্যন্ত অর্থ বরাদ্দের দিক থেকে সবচেয়ে বড় ২০টি প্রকল্প নিয়ে কথা বলেন তিনি। এতে দেখানো হয়, চলমান ২০টি মেগা প্রকল্পের মোট খরচ ৭০ বিলিয়ন ডলার। এরমধ্যে ৪৩ বিলিয়ন ডলার বিদেশি ঋণ। ২০২৪ সাল থেকেই এসব প্রকল্পের বিদেশি ঋণ পরিশোধ শুরু করতে হবে। প্রথমেই চীনের ঋণ পরিশোধ করতে হবে। এরপর রাশিয়া এবং জাপান। তাই এখন থেকে প্রস্তুতি না নিলে অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা আসতে পারে। এ জন্য একটি পরিকল্পনা গ্রহণের সুপারিশ করেন তিনি।