বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » শ্রীলঙ্কা সঙ্কট: শান্তিপূর্ণ সমাধান চাই- জাতিসংঘ
শ্রীলঙ্কা সঙ্কট: শান্তিপূর্ণ সমাধান চাই- জাতিসংঘ
বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন, যুক্তরাষ্ট্র থেকেঃ জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, শ্রীলঙ্কায় চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক সঙ্কটের শান্তিপূর্ণ সমাধানে সব দলকে সমঝোতার আহ্বান জানিয়েছেন । আজ বৃহস্পতিবার টুইট করে এ আহ্বান জানান তিনি।
দেশটিতে শুরু হওয়া অর্থনৈতিক সঙ্কটের জের ধরে রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা শুরু হয়। একে একে পদ ছাড়তে হয়েছে দেশটির প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টকে।
প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে এরইমধ্যে দেশ ছেড়েছেন।
গুতেরেস বলেছেন, আমি শ্রীলঙ্কার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। সংঘাতের মূল কারণ এবং প্রতিবাদকারীদের ক্ষোভের মূল জায়গায় পরিবর্তন আনা বেশি জরুরি। আমি সব দলের নেতাদের একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক সমাধানের জন্য সমঝোতার মনোভাব গ্রহণ করার আহ্বান জানাই।