বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২
প্রথম পাতা » আমেরিকা » যুক্তরাষ্ট্রের ৭০% মানুষ বাইডেন ও ট্রাম্পকে আর নির্বাচনে দেখতে চান না
যুক্তরাষ্ট্রের ৭০% মানুষ বাইডেন ও ট্রাম্পকে আর নির্বাচনে দেখতে চান না
বিবিসি২৪নিউজ, মো.সুমন মিয়া :যুক্তরাষ্ট্র থেকেঃ আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আর প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে দেখতে চান না মার্কিন নাগরিকরা। এমনটাই উঠে এসেছে দুটি জনমত জরিপের ফলাফলে।
৭০ শতাংশেরও বেশি ভোটার চান না জো বাইডেন দ্বিতীয় মেয়াদের নির্বাচনে অংশ নিক। মাত্র ২৯ শতাংশ ভোটার মনে করেন, বাইডেনের দ্বিতীয় দফায় নির্বাচনে দাঁড়ানো উচিত।
ইউগভ ও ইয়াহুর চালানো পোলে এই ফলাফল জানা যায়। পোলের সহকারী পরিচালক মার্ক পেন বলেন, প্রেসিডেন্ট বাইডেন হয়তো আবারও নির্বাচনে যেতে চান, তবে ভোটাররা এ বিষয়ে ‘না’ জানিয়েছেন।
তবে হার্ভার্ড সিএপিএস-হ্যারিস পোলের সমীক্ষা অনুযায়ী, এগিয়ে নেই সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। ৬০ শতাংশ ভোটার মনে করেন, তার নির্বাচনে অংশগ্রহণ উচিত হবে না। মাত্র ৩৯ শতাংশ ভোটার মনে করেন, ট্রাম্পের সামনের নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়ানো উচিত।