রবিবার, ৩ জুলাই ২০২২
প্রথম পাতা » জাতীয় | শিরোনাম | সাবলিড » আবারও বাড়লো এলপি গ্যাসের দাম,ঈদের আগে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলবে না
আবারও বাড়লো এলপি গ্যাসের দাম,ঈদের আগে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলবে না
বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক ঢাকাঃ দেশে ভোক্তা পর্যায়ে ১২ কেজির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম ১২ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। রবিবার (৩ জুলাই) বিকেলে এ ঘোষণা দেওয়া হয়।
দাম বাড়ানোর ফলে প্রতি সিলিন্ডারের দাম দাঁড়াচ্ছে ১ হাজার ২৫৪ টাকা। নতুন দাম আজ থেকেই কার্যকর হচ্ছে। এর আগে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ২৪২ টাকা।
‘ঈদের আগে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলবে না’‘ঈদের আগে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলবে না’ উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে ৫০ টাকা কমিয়ে এলপিজির দাম ১ হাজার ১৭৮ টাকা নির্ধারণ করে সরকার। ফেব্রুয়ারি মাসে ৬২ টাকা দাম বাড়ানো হয়। মার্চ মাসে তা বাড়িয়ে ১ হাজার ৩৯১ টাকা নির্ধারণ করা হয়। এপ্রিল মাসে আরও ৪৮ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৩৯ টাকা দাম নির্ধারণ করা হয়। মে মাসে তা ১০৪ টাকা কমিয়ে ১ হাজার ৩৩৫ টাকা করা হয়। (২ জুন) ১২ কেজির প্রতিটি এলপি গ্যাস সিলিন্ডারের দাম ৯৩ টাকা কমানো হয়। ফলে প্রতি সিলিন্ডারের দাম দাঁড়ায় ১ হাজার ২৪২ টাকা।