শুক্রবার, ১৭ জুন ২০২২
প্রথম পাতা » জেলার খবর | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » সিলেটে বন্যার্তদের জন্য ২০০ টন চাল, ৩০ লাখ টাকা পাঠানো হয়েছে -পররাষ্ট্রমন্ত্রী ‘
সিলেটে বন্যার্তদের জন্য ২০০ টন চাল, ৩০ লাখ টাকা পাঠানো হয়েছে -পররাষ্ট্রমন্ত্রী ‘
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদকঃ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সিলেট এলাকায় আকস্মিক বন্যায় পানি বন্দিদের জন্য খাবার পাঠানো হয়েছে। অনেকেই পানিবন্দি হয়ে আছেন। আপনারা ভয় পাবেন না। পানি বন্দিদের উদ্ধারে আমরা আর্মি নিয়োগ করেছি। সবাইকে দ্রুত উদ্ধার করে আশ্রয়স্থলে নিয়ে যাওয়া হবে। ধৈর্য ধরুন, সবাইকে উদ্ধার করব
।আজ শুক্রবার (১৭ জুন) ফেসবুক লাইভে এসে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিলেট সদর, কোম্পানীগঞ্জ, কানাইঘাট, গোয়াইনঘাট, সুনামগঞ্জ, ছাতক, সদরের জালালাবাদ, হাটখোলা, কান্দিরগাঁও, মোংলাগাঁও টোকেরগাঁও এলাকায় পানি উঠেছে। এ নিয়ে আমাকে ডিসি, মেয়র ও সহকর্মীরা জানিয়েছেন। এটা জানার পর যথেষ্ট ব্যবস্থা নিয়েছি।
তিনি জানান, এ ঘটনা জানার পরই আমি প্রধানমন্ত্রী, কেবিনেট সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি, সংশ্লিষ্ট আর্মি অফিসার, দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রীর সঙ্গে আলাপ করেছি। আমাদের রিলিফের কোনো অভাব নেই। নগদ টাকা দেওয়া হয়েছে। আর শুকনো খাবারও দেওয়া হয়েছে।
ইতোমধ্যে সিলেটে ২০০ টন চাল, নগদ ৩০ লাখ টাকা, ৮ হাজার প্যাকেট শুকনো খাবার পাঠানো হয়েছে। প্রয়োজনে আরো পাঠানো হবে বলেও জানান মন্ত্রী।