সোমবার, ৬ জুন ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » নেইমারের পেনাল্টি গোলে ব্রাজিলের জয়
নেইমারের পেনাল্টি গোলে ব্রাজিলের জয়
বিবিসি২৪নিউজ, স্পোর্টস ডেস্কঃ ফিফা প্রীতি ম্যাচে গত বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দেয় ব্রাজিল।সোমবার এশিয়ার আরেক ফুটবল পরাশক্তি দল জাপানকে তাদের ঘরের মাঠেই ১-০ গোলের ব্যবধানে হারায় নেইমাররা।এদিন টোকিওর নিউ জাপান ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৪টা ২০ মিনিটে ম্যাচটি শুরু হয়।ম্যাচের শুরু থেকেই স্বাগতিকদের চাপে রাখে ব্রাজিল। দ্বিতীয় মিনিটেই পোস্টে লেগে ফেরে রাফিনহার শট, ১৮ মিনিটে আরেকটি দারুণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি তিনি। জাপানিজ গোলরক্ষককে প্রায় ফাঁকায় পেয়েও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন।
খেলার ৪০ মিনিটে আরও একবার গোলের খুব কাছাকাছি চলে এসেছিলেন রাফিনহা। ফ্রি-কিক থেকে তার বাঁ পায়ের বাঁকানো শট ডান দিকের পোস্টের কান ঘেঁষে চলে বাইরে যায়। প্রথমার্ধের মাঝপথে মেজাজ হারিয়ে হলুদ কার্ডও দেখেছেন লিডস ইউনাইটেড মিডফিল্ডার।
ম্যাচের ২৬ মিনিটে আক্রমণের ধার বাড়ায় ব্রাজিল। বক্সের বাইরে থেকে নেইমারের ডান পায়ের অসাধারণ বাঁকানো শট দারুণ দৃঢ়তায় বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক সুইশি গোনদা।
জাপান রক্ষণের পাশাপাশি সুযোগ বুঝে বেশ কয়েকটি শটও নিয়েছে গোলের উদ্দেশ্যে, তবে এর কোনটিই লক্ষ্যে রাখতে পারেননি।
খেলার প্রথমার্ধে বহু চেষ্টা করেও গোলের দেখা পায়নি কোনো দল। দ্বিতীয়ার্ধের ৭৭ মিনিটে প্রতিপক্ষের ফুটবলারের ফাউলের কারণে পেনাল্টি পায় ব্রাজিল। পেনাল্টি শটে গোল করে ব্রাজিলের জয় নিশ্চিত করেন নেইমার।