বৃহস্পতিবার, ২ জুন ২০২২
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসের ডিজি হলেন-বার্নিকাট
যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসের ডিজি হলেন-বার্নিকাট
বিবিসি২৪নিউজ, ফরিদা ইয়াসমিন (ওয়াশিংটন) যুক্তরাষ্ট্র থেকেঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট এবার মার্কিন ফরেন সার্ভিসের ডিরেক্টর জেনারেল ও গ্লোবাল ট্যালেন্টের ডিরেক্টর হিসেবে শপথ নিয়েছেন। মঙ্গলবার (১ জুন) দেশটির গুরুত্বপূর্ণ পদে এ নিয়োগ পান সাবেক এই কূটনীতিক। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
২০২১ সালের ৩০ সেপ্টেম্বরে পর্যন্ত তিনি ব্যুরো অব ওশেনস অ্যান্ড ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল অ্যান্ড সায়েন্টিফিক অ্যাফেয়ারর্সের ভারপ্রাপ্ত সহকারী সচিব ছিলেন। একই সঙ্গে অর্থাৎ ২০২১ সালের জানুয়ারি-আগস্টে তিনি অর্থনৈতিক প্রবৃদ্ধি, জ্বালানি ও পরিবেশের সিনিয়র কর্মকর্তা হিসেবে কাজ করেছেন।
তাছাড়া ২০১৯-২০২০ সালে তিনি ওইএসের প্রধান উপ-সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বার্নিকাট বাংলাদেশ, সেনেগাল ও গিনি বিসাউতে রাষ্ট্রদূত এবং বার্বাডোস মালাউইতে মিশনের ডেপুটি চিফের পাশাপাশি ব্যুরো অব হিউম্যান রিসোর্সের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিসহ দপ্তরটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
জানা গেছে, বার্নিকাট লাফায়েট কলেজ ও জর্জটাউন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করেন।
বার্নিকাট ঢাকায় এসেছিলেন ২০১৫ সালের ২৫ জানুয়ারি। বাংলাদেশে অবস্থানকালে রাষ্ট্রদূতদের মধ্যে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন।