মঙ্গলবার, ৩১ মে ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইউক্রেনের ৫ লাখ টন খাদ্যশস্য চুরি করেছে রাশিয়া: জেলেনস্কি
ইউক্রেনের ৫ লাখ টন খাদ্যশস্য চুরি করেছে রাশিয়া: জেলেনস্কি
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, তার দেশের অন্তত পাঁচ লাখ টন খাদ্যশস্য চুরি করেছে রাশিয়া। সোমবার রাতে দেওয়া ভাষণে এমন দাবি করেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ভলোদিমির জেলেনস্কি বলেন, তার দেশ থেকে চুরি করা খাদ্যশস্য এখন অবৈধভাবে অন্য কোথাও বিক্রি করার উপায় খুঁজছে মস্কো।
এর আগে সোমবার সিএনএন জানিয়েছে, স্যাটেলাইট ইমেজে দেখা গেছে, চুরি করা ইউক্রেনীয় শস্য বোঝাই একটি রাশিয়ান জাহাজ সিরিয়ার লাতাকিয়া বন্দরে পৌঁছেছে। ধারণা করা হচ্ছে, বিশাল জাহাজটির প্রায় ৩০ হাজার টন খাদ্যশস্য বহনের সক্ষমতা রয়েছে।
সিএনএনের খবরে বলা হয়েছে, গত চার সপ্তাহের মধ্যে এটি ছিল এ ধরনের দ্বিতীয় ট্রিপ। কলোরাডোভিত্তিক মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান ম্যাক্সারের সরবরাহ করা ছবিতে গত (২৭ মে) সিরিয়ার লাতাকিয়া বন্দরে বিশাল জাহাজ মেট্রোস পোজিনিজের উপস্থিতি দেখা যায়।
ইউক্রেনীয় কর্তৃপক্ষ চলতি মাসের শুরুর দিকে অভিযোগ করে, রুশ বাহিনী দেশটির অধিকৃত এলাকা থেকে চার লাখ টনেরও বেশি খাদ্যশস্য লুট করেছে।