বুধবার, ১১ মে ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » জাতিসংঘের বিশেষ অধিবেশনে যোগ দিবে না রাশিয়া: রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়
জাতিসংঘের বিশেষ অধিবেশনে যোগ দিবে না রাশিয়া: রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা হিউম্যান রাইটস কাউন্সিলে ইউক্রেন ইস্যুতে অনুষ্ঠেয় বিশেষ অধিবেশনে অংশ নেবে না রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই কথা জানিয়েছে। আগামী বৃহস্পতিবার এই অধিবেশনটি অনুষ্ঠিত হবে।
সোমবার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল ঘোষণা দেয়, কিয়েভের অনুরোধে সংস্থাটি রাশিয়ার আক্রমণে ইউক্রেনে মানবাধিকার পরিস্থিতির অবনতির বিষয়গুলো খতিয়ে দেখতে একটি বিশেষ অধিবেশনে বসবে। মঙ্গলবার বিবিসি অনলাইনের এক খবরে এই কথা বলা হয়।
এই বিশেষ অধিবেশনের ব্যাপারে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, বিশেষে অধিবেশনের আড়ালে নতুন এই রাজনৈতিক শোতে রাশিয়ান প্রতিনিধিরা অংশ নিয়ে তাকে বৈধতা দেবে না।
তিনি বলেন, ইউক্রেনে চালানো বিশেষ সামরিক অধিবেশনের প্রকৃত উদ্দেশ্য এবং সেখানকার বাস্তব পরিস্থিতি সম্পর্কে রাশিয়ার যুক্তি ও ব্যাখ্যা সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে।
মারিয়া জাখারোভা বলেন, এটা প্রমাণিত যে এবারও, রাশিয়াবিরোধী পশ্চিমাদের ‘নতুন নিষেধাজ্ঞার সময়েও’ তারা আমাদের কথা শুনবে না।