বৃহস্পতিবার, ৫ মে ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ৭ ডেনিশ কূটনীতিককে বহিষ্কার করলো রাশিয়া
৭ ডেনিশ কূটনীতিককে বহিষ্কার করলো রাশিয়া
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে সাত ডেনিশ কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া।
বৃহস্পতিবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে-গত মাসে কোপেনহেগেন ১৫ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করার প্রতিক্রিয়ায় তারা সাত ডেনিশ কূটনীতিককে ‘পার্সোনা নন গ্রাটা’ (একজন অগ্রহণযোগ্য ব্যক্তি) ঘোষণা করা হয়েছে। ইউক্রেনে কোপেনহেগেনের সামরিক সহায়তার বিষয়ে আপত্তি জানিয়েছে মস্কো।
মন্ত্রণালয় আরও বলেছে, ডেনমার্কের রুশ-বিরোধী নীতি দ্বিপাক্ষিক সম্পর্ককে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে এবং রাশিয়া প্রতিক্রিয়া হিসেবে অতিরিক্ত পদক্ষেপ নেওয়ার অধিকার সংরক্ষণ করেছে।