
মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » রোহিঙ্গা ক্যাম্পে ডেনমার্কের রাজকুমারী
রোহিঙ্গা ক্যাম্পে ডেনমার্কের রাজকুমারী
বিবিসি২৪নিউজ,কুটনৈতিক প্রতিবেদকঃ কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন। এ সময়ে তিনি ঘরে ঘরে গিয়ে রোহিঙ্গাদের জীবন যাপন দেখেন।
মঙ্গলবার সকালে উখিয়ার ৫ নম্বর ক্যাম্পে পৌঁছালে ডেনিশ রাজকন্যাকন্যাকে স্বাগত জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াতসহ অন্যান্য সরকারি কর্মকতারা।
ডেনিশ রিফিউজি কাউন্সিলের উদ্যোগে ক্যাম্পের পাহাড় ভাঙন রোধ এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপন কর্মসূচি পর্যবেক্ষণ করেন মেরি।
এরপর তিনি ৮ ও ৬ নম্বর ক্যাম্প ক্যাম্পে যান ও পায়ে হেঁটে রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখেন এবং বলপ্রয়োগে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের সাথে কথা বলেন। এ সময় গাছের চারা রোপন করেন তিনি এবং রোহিঙ্গা কোর্ডিনেশন অফিসে উপকারভোগী রোহিঙ্গাদের সাথে কথা বলেন।
উখিয়ার রাজাপালং এলাকার স্থানীয়দের সাথে সাক্ষাৎ করে স্থানীয়দের বিভিন্ন বিষয়ে অবগত হন রাজকুমারী।
এর আগে সোমবার বাংলাদেশে পৌঁছে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাজকুমারী মেরি।
পাশপাশি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন তিনি। টেকসই ও সবুজ ফ্রেমওয়ার্ক বিষয়ে বাংলাদেশ এবং ডেনমার্ক রাজ্যের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।
পরে সোমবার বিকেলে তিন দিনের সফরে কক্সবাজার পৌঁছায় ডেনমার্কের রাজকুমারী। তিন দিনের সফর শেষে আগামীকাল বুধবার রাতে ইস্তাম্বুলের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রাজকুমারী ম্যারি এলিজাবেথের।