বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » অবরুদ্ধ মারিউপোলে বেসামরিক লোক ও সেনাদের ছাড়াতে ‘সব প্রস্তাব’ দিয়েছে ইউক্রেন: জেলেনস্কি
অবরুদ্ধ মারিউপোলে বেসামরিক লোক ও সেনাদের ছাড়াতে ‘সব প্রস্তাব’ দিয়েছে ইউক্রেন: জেলেনস্কি
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি বৃহস্পতিবার জানিয়েছেন, মারিউপোলে অবরুদ্ধ বেসামরিক লোক ও সেনাদের ছাড়াতে যত ধরনের প্রস্তাব রাশিয়াকে দেওয়া যায় তার সবই দিয়েছে ইউক্রেন।
এখন ইউক্রেন রাশিয়ার জবাবের অপেক্ষায় আছে। খবর রয়টার্সের।
এর আগে বুধবার জেলেনস্কি জানিয়েছিলেন, তিনি রাশিয়াকে প্রস্তাব দিয়েছেন, তাদের হাতে যে সকল রুশ সেনা আটক আছে তাদের বিনিময়ে মারিউপোলের অবরুদ্ধদের ছেড়ে দিতে।
এখন তিনি একের বদলে অধিক প্রস্তাব দিলেন।
এদিকে বৃহস্পতিবার সকালে মারিউপোল পুরোপুরি দখল করার ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রাশিয়ার প্রেসিডেন্টের দাবির বিষয়টি অস্বীকার করেননি জেলেনস্কি। তিনি জানিয়েছেন, মারিউপোলের বেশিরভাগ অংশ এখন রাশিয়ার হাতে। কিন্তু এখনো কিছু জায়গায় ইউক্রেনীয় সেনারা আছেন।
বৃহস্পতিবার মারিউপোল পুরোপুরি দখল করার ঘোষণা দেওয়ার পর পুতিন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই সোইগুকে নির্দেশ দেন, মারিউপোলের আজভস্টালে যেন তিনি কোনো সামরিক অভিযান না চালান।
অভিযান চালানোর বদলে তিনি সেখানে থাকা ইউক্রেনীয় সেনাদের অবরুদ্ধ করার নির্দেশনা দেন। তিনি বলেন, আজভস্টাল থেকে যেন একটি মাছিও বের না হতে পারে।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, মারিউপোলে এখনো ১ লাখ ২০ হাজার বেসামরিক লোক আটকে আছেন।