বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২
প্রথম পাতা » অর্থনীতি | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ ‘মানবিক বিপর্যয়ের’ মুখে বিশ্ব: বিশ্ব ব্যাংক
ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ ‘মানবিক বিপর্যয়ের’ মুখে বিশ্ব: বিশ্ব ব্যাংক
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস বলেছেন, ইউক্রেনে চালানো রাশিয়ার সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে সৃষ্ট খাদ্য সংকটে ‘মানবিক বিপর্যয়ের’ মুখে পড়েছে বিশ্ব। এ সময় তিনি সতর্ক করে বলেন খাদ্য পণ্যের এই রেবর্ড মূল্য বৃদ্ধি লাখ লাখ মানুষকে দারিদ্রের দিকে ঠেলে দিচ্ছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির ইকোনোমিকস এডিটর ফয়সাল ইসলামকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যালপাস বলেন, এটা হচ্ছে মানবিক বিপর্যয়, মানে পুষ্টি কমে যাচ্ছে। আবার একইসঙ্গে এটি সেসব দেশের সরকারের জন্য রাজনৈতিক চ্যালেঞ্জও তৈরি করেছে, যারা এই অবস্থার মোকাবিলায় কিছু করতে পারছে না। তারা এটি করতে পারেনি কারণ তারা দেখছে দাম বেড়েই চলেছে।
বিশ্ব ব্যাংকের হিসাব অনুযায়ী খাদ্য পণ্যের মূল্যের ‘ব্যাপক’ ৩৭ শতাংশ বৃদ্ধি হতে পারে, যা ‘গরীবদের জন্য অনেক বেশি’।
তিনি বলেন, যুদ্ধ সব ধরনের খাবারের মূল্যের উপর প্রভাব ফেলছে। তেল, শস্য এবং অন্যান্য ফসলের ওপরও, কারণ গমের দাম বাড়লে অন্য পণ্যের দামও বাড়ে।
হতদরিদ্রদের জন্য বিশেষ সহায়তা নিশ্চিত করে বিশ্বজুড়ে খাদ্য সামগ্রী এবং সারের সরবরাহ বাড়ানোতে মনোযোগ দিতে বলেছেন তিনি।