বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বিএনপিকে নির্বাচনে আনতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাওয়া হয়নি : পররাষ্ট্রমন্ত্রী
বিএনপিকে নির্বাচনে আনতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাওয়া হয়নি : পররাষ্ট্রমন্ত্রী
বিবিসি২৪নিউজ,কূটনৈতিক প্রতিবেদক ঢাকাঃ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বিএনপিকে নির্বাচনে আনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিক কোনও প্রস্তাব দেননি। কথার কথা হিসেবে এটি এসেছে।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে আলাপে আমরা সব দলকে চাই।
মোটামুটি সব দল আসলেও বড় একটা দল তারা পাবলিকলি বলে, নির্বাচন করবে না। কেউ যদি ইচ্ছে করে করতে না চায়…। তারা জনগণকে ভয় পায়। কারণ তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আসেনি।
আপনারা পারলে আনেন। তবে এটা কোনও প্রস্তাব আকারে দিইনি। কথার পরিপ্রেক্ষিতে বলেছি।বিএনপির জন্ম ক্যান্টনমেন্টে জানিয়ে তিনি বলেন, তারা (বিএনপি) ওই ধরনের জিনিসই (অগণতান্ত্রিক প্রক্রিয়া) আশা করে।
এজন্য তাদের আমরা আনতে পারি না। উনি (ব্লিঙ্কেন) বললেন, কেন আনতে পারেন না? তখন আমি বললাম, আপনি তাদের নিয়ে আসেন। দেখেন আপনি পারেন কি না। উনি বললেন, না আসলে আপনারা তো কিছু করতে পারেন না।
মোমেন বলেন, বর্তমান নির্বাচন কমিশন সম্পর্কে ব্লিঙ্কেনকে জানিয়েছি, আমি বলেছি, আপনার রাষ্ট্রদূত আমাদের নির্বাচন দেখেছে।
কারচুপি হয়নি কোথাও। আমাদের স্বাধীন নির্বাচন কমিশন। সবার গ্রহণযোগ্যতার মাধ্যমে নতুন নির্বাচন কমিশন স্বচ্ছ লোকদের নিয়ে করা হয়েছে।