বুধবার, ২০ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ন্যাটোতে যোগদান সম্পর্কে সুইডেন-ফিনল্যান্ডকে সতর্ক করল রাশিয়া
ন্যাটোতে যোগদান সম্পর্কে সুইডেন-ফিনল্যান্ডকে সতর্ক করল রাশিয়া
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনে (ন্যাটো) যোগ দেওয়ার পরিণতি সম্পর্কে ইউরোপের দেশ সুইডেন ও ফিনল্যান্ডকে দ্বিপক্ষীয় কূটনৈতিক চ্যানেলে সতর্ক করেছে রাশিয়া।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ কথা জানান। খবর তাসের।জাখারোভা রাশিয়া-২৪ টেলিভিশনকে বলেন, আমরা জনসম্মুখে ও কূটনৈতিক চ্যানেলে সতর্কতার বিষয়টি জানিয়েছি।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, তারা (সুইডেন ও ফিনল্যান্ড) এ বিষয়ে জানে, তাদের অবাক হওয়ার কিছু নেই। তারা সব কিছুর বিষয়েই জানানো হয়েছিল।
ইউক্রেনে রাশিয়ার হামলার পর ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়ে রাজনৈতিক ও জনসমর্থন বাড়ছে ফিনল্যান্ডে। এর ওপর ভিত্তি করে বুধবার জোটটির সদস্যপদ চাওয়ার বিষয়ে দেশটির পার্লামেন্টে একটি আলোচনা শুরু হয়েছে।
ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছেন, ন্যাটোতে যোগ দেওয়ার জন্য ফিনল্যান্ড আবেদন করবে কিনা সে বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে।
অপরদিকে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে সুইডেনও ন্যাটোতে যোগ দেবে কিনা সে বিষয়ে আলোচনা করছে।
২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এর পর কিছুদিন পরই মস্কো লক্ষ্য পরিবর্তনের কথা জানায়। এখন ইউক্রেনের পূর্বাঞ্চলে হামলা জোরদার করেছে রুশ সেনারা