মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ » সরাইল ভূমি অফিসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ!
সরাইল ভূমি অফিসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ!
বিবিসি২৪নিউজ, মোঃ রাকিবুর রহমান রকিব, ব্রাহ্মণবাড়িয়া (সরাইল) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল উপজেলা ভূমি অফিসের বিরুদ্ধে ঘুস কেলেঙ্কারি ও নানা অনিয়ম দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ উঠেছে। সম্প্রতি এসব অভিযোগের কারণ জানতে সরজমিনে ভূমি অফিসে গেলে দেখা যায় ভিন্ন চিত্র। কর্তা বাবুরা এসি রুমে বসে আরাম আয়েশে করছেন অফিস,সাধারণ মানুষ হয়রানির শিকার প্রত্যন্ত অঞ্চলের কৃষক শ্রমিক মেহেনতি মানুষের রক্ত চুষে খাচ্ছে অসাধু সরকারি কর্মকর্তা-কর্মচারী গ্রাম অঞ্চলের সাধারণ মানুষ নামজারি করতে এসে পড়ছেন বিভিন্ন হয়রানির শিকার কৌশলে আদায় করা হচ্ছে অতিরিক্ত অর্থ সাধারণ মানুষ দিশেহারা। মানছে না সরকারি নির্দেশনা যে যেভাবে পারছে আদায় করে নিচ্ছেন নিয়ম বহির্ভূত অর্থ সাধারণ মানুষ স্থানীয় ইউনিয়ন ভূমি অফিসে এসে মাসের-পর-মাস ঘুরেও পারছে না নামজারির নামো কাগজটি । চাহিদামত অর্থ দিতে পারলেই পেয়ে যান নাম জারির কাগজ যদিও উপজেলা ভূমি অফিস নিকট দিতে হয় সর্বনিম্ন ৩ থেকে ৪ হাজার টাকা সরকারি ডিসিআর বাবদ জমা হয় ১,১৫০/(এক হাজার এক শত পঞ্চাশ টাকা) , এসিলেন্ট এর এলার ফান্ডে জমা হয় ৯৫০ টাকা , বাকি টাকা চলে যাচ্ছে বিভিন্ন টেবিলের কর্তা বাবুদের পকেটে , স্থানীয় তহসিলদার আদায় করছেন সাত থেকে আট হাজার টাকা এবং কাগজের কিছু দুর্বলতা পেলেই এর অধিক মূল্য দিতে হচ্ছে সাধারণ জনগণকে ভূমি অফিসে কর্মরত অফিস সহকারি খন্দকার নজরুল ইসলাম নিজে স্বাক্ষর ও অফিসের সরকারি শীল ব্যবহার করে আদায় করা হচ্ছে এলার ফান্ডের কোটি টাকা এ ব্যাপারে সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহানা নাসরিন, এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমার এই অফিসে এসিল্যান্ডের এলার ফ্রান্ড নামে কোন টাকা আদায় হচ্ছে না সাধারণ ভুক্তভোগীদের প্রশ্ন এত টাকা যাচ্ছে কোথায়?।