মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ফুটবল বিশ্বকাপে বিমান চলাচলে সহযোগিতা ইরান ও কাতার-চুক্তি স্বাক্ষর
ফুটবল বিশ্বকাপে বিমান চলাচলে সহযোগিতা ইরান ও কাতার-চুক্তি স্বাক্ষর
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ বেসামরিক বিমান চলাচল ও সহযোগিতা বাড়ানোর লক্ষ্য নিয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং কাতার তিনটি গুরুত্বপূর্ণ চুক্তি সই করেছে। কাতারে চলতি বছর বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে দুই প্রতিবেশী দেশের মধ্যে এই চুক্তি সই হলো।
গতকাল (সোমবার) ইরানের সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের মুখপাত্র মীর আকবর রাজাভি জানান, গতকাল দিনের প্রথমভাগে দুই দেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা সাক্ষাৎ করেন এবং এই চুক্তিতে সই করেন। চুক্তিটি সই হয় ইরানের পারস্য উপসাগরীয় কিশ দ্বীপে।
মীর আকবর রাজাভি জানান, ফুটবল বিশ্বকাপ উপলক্ষে আগামী ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ইরান ও কাতারের মধ্যে বিমানের ফ্লাইট বাড়ানোর চুক্তি হয়েছে। অন্য দুটি চুক্তি হয়েছে বিমান চলাচল নিয়ন্ত্রণ এবং তল্লাশি ও উদ্ধার সেবা সংক্রান্ত বিষয়ে।
বিশ্বকাপ ফুটবল উপলক্ষে কাতারকে সব ধরনের লজিস্টিক সাপোর্ট দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইরান। এর আওতায় বিমানের ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে সহযোগিতা ও সমন্বয় উল্লেখযোগ্য অংশ। কাতার যাতে বিশ্বকাপ ফুটবলের এই গুরুত্বপূর্ণ আসর সুষ্ঠুভাবে আয়োজন করতে পারে তার জন্য ইরানের পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া হয়েছে।