শনিবার, ৯ এপ্রিল ২০২২
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » কিছু শর্ত সাপেক্ষে ১০ লাখ মানুষকে হজের অনুমতি দিল সৌদি
কিছু শর্ত সাপেক্ষে ১০ লাখ মানুষকে হজের অনুমতি দিল সৌদি
বিবিসি২৪নিউজ,রুহুল আমিন,সৌদি আরব থেকেঃ করোনার কারণে দুই বছর হজ পালনে নানা বিধিনিষেধ ছিল। তবে পরিস্থিতির উন্নতি হওয়ায় এ বছর ১০ লাখ মানুষকে হজের অনুমতি দিয়েছে সৌদি আরব সরকার। তবে এক্ষেত্রে মানতে হবে কিছু শর্ত।
স্থানীয় সময় শনিবার (৯ এপ্রিল) সৌদি আরবের সরকারি সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, হজ যাত্রীদের বয়স ৬৫ বছরের নিচে হতে হবে এবং পূর্ণ ডোজ টিকা নেওয়া থাকা লাগবে। আর সৌদির উদ্দেশে রওনা হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্টের নেগেটিভ সনদ লাগবে।
সৌদি আরবের সরকারি তথ্য অনুযায়ী, গত বছর ৫৮ হাজার ৭৪৫ জন হজ পালন করেন। মহামারির আগে এ সংখ্যা ২০ লাখ ছাড়িয়ে যেত।