শনিবার, ৯ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত মানি কিন্তু দেশ-বিদেশী ষড়যন্ত্র তদন্ত করা উচিত : ইমরান খান
সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত মানি কিন্তু দেশ-বিদেশী ষড়যন্ত্র তদন্ত করা উচিত : ইমরান খান
বিবিসি২৪নিউজ,এশিয়া ডেস্কঃ পার্লমেন্ট পুনর্বহালে সুপ্রিম কোর্টের আদেশের পরদিন জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেছেন, জাতীয় পরিষদ পুনর্বহালের বিষয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত মেনে নিলেও তিনি এই রায়ে দুঃখিত।
শুক্রবার রাত সাড়ে নয়টায় জাতির উদ্দেশে দেওয়া সেই ভাষণে ইমরান খান তাকে গ্রেপ্তারের সময়ের কথা স্মরণ করেন। ভাষণে তিনি দেশের জন্য তার অবস্থানের বিষয়েও কথা বলেন। তিনি সাম্প্রতিক ঘটনাবলীর বিভিন্ন বিষয় জাতির সামনে তুলে ধরেন।
এর আগে রাজনৈতিক সংকটে পড়া দক্ষিণ এশিয়ার এই দেশটির প্রধানমন্ত্রী ভাষণে কী বলবেন তা নিয়ে দিনভর ছিল নানা জল্পনা। তবে পিটিআই নেতাকে যে প্রধানমন্ত্রীত্ব ছাড়তে হচ্ছে সেই বিষয়ে দেশের মানুষ মোটামুটি ধারনা পেয়ে গেছে বলে জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে।
ভাষণে ইমরান খান বলেন, ‘দেশের ন্যায়বিচারের অভিভাবক বিচার বিভাগ, এটি আমি সবসময় দৃঢ়ভাবে বিশ্বাস করি। ডেপুটি স্পিকার সংবিধানের ৫ অনুচ্ছেদের বলে জাতীয় পরিষদের অধিবেশন মুলতবি এবং বিরোধী জোটের অনাস্থা প্রস্তাব বাতিল করেছিলেন।’
‘আমি এখনও বলতে চাই বিরোধীদের এই অনাস্থা প্রস্তাবে বিদেশি হস্তক্ষেপ ছিল। সুপ্রিম কোর্ট অন্তত বিদেশি হস্তক্ষেপের এই বিষয়ে নজর দেবে বলে আমি চেয়েছিলাম। অন্য একটি দেশ চক্রান্ত-ষড়যন্ত্র করে পাকিস্তান সরকারের পতন ঘটাতে উঠেপড়ে লেগেছে, এটি গুরুতর অভিযোগ। আমি আশা করেছিলাম সুপ্রিম কোর্ট এই অভিযোগ তদন্ত করে দেখবে।’