বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ভারতকে আবারও হুঁশিয়ারি দিল আমেরিকা
ভারতকে আবারও হুঁশিয়ারি দিল আমেরিকা
বিবিসি২৪নিউজ, ফরিদা ইয়াসমিন (ওয়াশিংটন) যুক্তরাষ্ট্র থেকেঃ রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ অংশীদারিত্ব নিয়ে ভারতকে আবারও হুঁশিয়ারি দিল মার্কিন যুক্তরাষ্ট্র।
এবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অর্থনৈতিক উপদেষ্টা ব্রায়ান ডিজ এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন।এর আগে ভারত সফরে এসে আমেরিকার ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দালীপ সিংহও একই ধরনের সতর্কতা উচ্চারণ করেছিলেন ভারতের বিরুদ্ধে।
বুধবার হোয়াইট হাউসের জাতীয় অর্থনৈতিক পরিষদের পরিচালক ব্রায়ান ডিজ সাংবাদিকদের বলেন, “ভারত সরকারের কাছে আমাদের বার্তা হল- রাশিয়ার সাথে আরও সুস্পষ্ট কৌশলগত বিষয়ে ঘনিষ্ঠ হওয়ার পরিণতি হবে ব্যাপক এবং দীর্ঘমেয়াদী।
”
তিনি বলেন, “অবশ্যই এমন কিছু ক্ষেত্র আছে যেখানে আমরা (ইউক্রেনে) আগ্রাসনের প্রেক্ষাপটে চীন ও ভারতের সিদ্ধান্তে হতাশ হয়েছি। ”
উল্লেখ্য, ইউক্রেন ইস্যুতে অনেক দেশ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করলেও ভারত বিষয়টি প্রত্যাখ্যান করেছে।
ব্লুমবার্গের মতে, ভারত হচ্ছে রাশিয়ার বৃহত্তম আমদানিকারক দেশ। আর এই দেশটিকেই এশিয়ায় চীনের পাল্টা শক্তি হিসেবে বিবেচনা করে মার্কিন যুক্তরাষ্ট্র।