মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইউক্রেন ইস্যুতে চীন ও আমেরিকার শীর্ষ বৈঠক
ইউক্রেন ইস্যুতে চীন ও আমেরিকার শীর্ষ বৈঠক
বিবিসি২৪নিউজ, পায়েল ঠাকুর, ইতালির (রোম) থেকেঃ ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযান নিয়ে ইতালির রাজধানী রোমে আমেরিকা ও চীনের শীর্ষ পর্যায়ের দুই কর্মকর্তা বৈঠক করেছেন। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সুলিভান ও চীনের পররাষ্ট্রনীতি বিষয়ক শীর্ষ কর্মকর্তা ইয়ান জেইচি এ বৈঠকে যোগ দেন।
দুই কর্মকর্তা রুদ্ধদ্বার বৈঠক করেন এবং কয়েক ঘণ্টা ধরে সে বৈঠক চলে। বৈঠকের বিষয় ও ফলাফল সম্পর্কে গণমাধ্যমকে কোনো তথ্য দেয়া হয় নি। ইউক্রেন ইস্যুতে এ পর্যন্ত চীন নিজেকে নিরপেক্ষ হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে কিন্তু ওয়াশিংটন ধারণা করছে, চীন যেকোনো সময় রাশিয়ার পক্ষে অবস্থান নিতে পারে। মার্কিন একজন কর্মকর্তা দাবি করেছেন যে, চীনের কাছে সামরিক সহায়তা চেয়েছে রাশিয়া। এই দাবির পর ওয়াশিংটনের ধারণা জোরালো হয়েছে, যদিও চীন ওই দাবি নাকচ করেছে।
রোমের বৈঠক শেষে মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা বলেছেন যে, সুলিভান আমেরিকার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার বিষয়ে চীনকে হুঁশিয়ার করেছেন।
রোমে চীনা কর্মকর্তা ইয়ান জেইচির সঙ্গে বৈঠকের পাশাপাশি সুলিভান ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাগির কূটনৈতিক উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। ইতালির গণমাধ্যমের বক্তব্য অনুসারে ইউক্রেন ইস্যুতে এ পর্যন্ত ইতালি ইউরোপীয় ইউনিয়নে সামান্যই ভূমিকা পালন করেছে।
এদিকে, ইতালির স্বাস্থ্যমন্ত্রী গতকাল জানিয়েছেন যে, এ পর্যন্ত তার দেশে ইউক্রেন থেকে ৩৫ হাজার শরণার্থী পৌঁছছে।