শুক্রবার, ১১ মার্চ ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » পুতিনের সঙ্গে আলোচনায় রাজি জেলেনস্কি
পুতিনের সঙ্গে আলোচনায় রাজি জেলেনস্কি
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ যে কোনো সময় সরাসরি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় রাজি আছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলে জানিয়েছেন তার ডেপুটি ইগর জোভকভা।
তিনি বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সরাসরি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যে কোনো সময় আলোচনায় রাজি আছেন। তবে, আলোচনায় রাশিয়ার এখন যে অবস্থান তা নিয়ে তিনি কোনো আপোষ করবেন না।
ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের উপ-প্রধান মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এমনটাই জানিয়েছেন।
ইগর জোভকভা আরও বলেন, গতকাল বৃহস্পতিবার তুরস্কের আন্তালিয়ায় ইউক্রেন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করেছেন। সে বৈঠক থেকে এখনও কোনো সুখবর পাওয়া যায়নি। এ বৈঠক থেকে কোনো সমাধান আসবে তেমনটা ইউক্রেন আশাও করেনি।