বুধবার, ২ মার্চ ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » প্রমাণ করুন আপনারা ইউক্রেইনের পাশে আছেন-ইইউকে জেলেনস্কি
প্রমাণ করুন আপনারা ইউক্রেইনের পাশে আছেন-ইইউকে জেলেনস্কি
বিবিসি২৪নিউজ, ইইউ প্রতি নিধিঃ ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউরোপীয় নেতাদেরকে বলেছেন, ‘প্রমাণ করুন আপনারা ইউক্রেইনের পাশে আছেন’।
ইউরোপীয় পার্লামেন্টে মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেওয়া ভাষণে জেলেনস্কি এ আহ্বান জানান। খবর রয়টার্সের।
ইউক্রেইনকে দ্রুত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যপদ দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানোর একদিন পরই জেলেনস্কি এই আহ্বান জানালেন।
ভাষণে তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন আমাদের সঙ্গে যোগ দিয়ে আরও শক্তিশালী হবে, এটি নিশ্চিত। আপনাদেরকে ছাড়া আমরা একা হয়ে পড়ব।
ইউরোপীয় পার্লামেন্টের এমপি’দের উদ্দেশ্য করে জেলেনস্কি বলেন, প্রমাণ করুণ আপনারা অমাদের পাশে আছেন, প্রমাণ করুণ ইউক্রেইনকে আপনারা ছেড়ে যাবেন না।
জেলেনস্কির ভাষণের সময় ইউরোপীয় পার্লামেন্ট কক্ষে আবেগঘন পরিস্থিতি তৈরি হয়। ইউরোপীয় এমপি এবং কর্মকর্তারা উঠে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ হাততালি দেন। ইউক্রেইনের রাষ্ট্রদূতের প্রতিও পার্লামেন্ট সদস্যরা দাঁড়িয়ে অভ্যর্থনা জানিয়েছেন।