শিরোনাম:
●   বিশ্বে বায়ুদূষণের শীর্ষে ঢাকা ●   কমলার পরিবর্তে বাইডেন অংশ নিলে জিতে যেতেন :ডেমোক্র্যাটদের ধারণা! ●   দ. কোরিয়ায় বিমান বিধ্বস্ত, ১৮১ আরোহীর ১৭৯ জনই নিহত ●   বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুদ্ধে ক্ষতির শিকার রেকর্ডসংখ্যক শিশু ●   কী হতে যাচ্ছে ৩১ ডিসেম্বর ●   পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে সংঘর্ষ, পাকিস্তানের ১৯ সেনা নিহত ●   কেউ জমি দখলে ব্যস্ত,কেউ চাঁদাবাজিতে ব্যস্ত, কেউ ব্যস্ত পদ-পদবি দখলে: অ্যাটর্নি জেনারেল ●   যুক্তরাষ্ট্রে ২০২৪ সালে গৃহহীন মানুষের রেকর্ড বৃদ্ধি ●   ভারত-চীন-যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভালো : পররাষ্ট্র উপদেষ্টা ●   ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না: দ্য ইকোনমিক টাইমস
ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১

BBC24 News
বুধবার, ২ মার্চ ২০২২
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » চলচ্চিত্র শিল্পী সমিতি সাধারণ সম্পাদক জায়েদ খান-হাইকোর্ট
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » চলচ্চিত্র শিল্পী সমিতি সাধারণ সম্পাদক জায়েদ খান-হাইকোর্ট
৫২০ বার পঠিত
বুধবার, ২ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চলচ্চিত্র শিল্পী সমিতি সাধারণ সম্পাদক জায়েদ খান-হাইকোর্ট

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী ঘোষণা করে আপিল বোর্ডের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। সাধারণ সম্পাদক পদ ফিরে পেতে জায়েদের করা রিটের চূড়ান্ত শুনানি নিয়ে আজ বুধবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

এর ফলে সমিতি নির্বাচনে জায়েদ খানকে সাধারণ সম্পাদক হিসেবে কমিশনের সিদ্ধান্ত বহাল থাকল।

জায়েদ খানের আইনজীবী আহসানুল করিম বলেন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে জায়েদ খানকে সাধারণ সম্পাদক পদে জয়ী ঘোষণা করা হয়েছিল। হাইকোর্টের রায়ের ফলের এ সিদ্ধান্ত বহাল থাকল। নিপুণকে সাধারণ সম্পাদক ঘোষণা করে আপিল বোর্ডের সিদ্ধান্ত রায়ে অবৈধ ঘোষণা করা হয়েছে। ফলে, সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ খান দায়িত্ব পালন করে যাবেন।

এদিকে নিপুণ আক্তারের আইনজীবী মোস্তাফিজুর রহমান খান বলেন, এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।

গত ২৮ জানুয়ারি শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। পরদিন প্রাথমিক ফলাফলে জায়েদ খানকে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী ঘোষণা করা হয়। পরে নির্বাচনী আপিল বোর্ডের কাছে এ নিয়ে লিখিত অভিযোগ করেন নিপুণ।

আপিল বোর্ড সমাজসেবা অধিদপ্তরে চিঠি পাঠায়। এর পরিপ্রেক্ষিতে ২ ফেব্রুয়ারি সমাজসেবা অধিদপ্তর এক চিঠিতে জানায়, আপিল বোর্ড এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। ৫ ফেব্রুয়ারি আপিল বোর্ড জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণকে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ঘোষণা করে।

এ অবস্থায় সমাজসেবা অধিদপ্তরের ২ ফেব্রুয়ারির চিঠি ও আপিল বোর্ডের ৫ ফেব্রুয়ারির সিদ্ধান্ত নিয়ে হাইকোর্টে রিট করেন জায়েদ খান। এর প্রাথমিক শুনানি নিয়ে ৭ ফেব্রুয়ারি হাইকোর্ট রুলসহ আদেশ দেন।রুলে ২ ফেব্রুয়ারির চিঠি ও ৫ ফেব্রুয়ারি আপিল বোর্ডের সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। এই রুল যথাযথ (অ্যাবসলিউট) ঘোষণা করে রায় দেন আদালত। আজ যথাযথ ঘোষণা করে রায় দেওয়া হলো।

জায়েদ খানের পক্ষে শুনানি করেন জেষ্ঠ্য আইনজীবী আহসানুল করিম। সঙ্গে ছিলেন আইনজীবী নাহিদ সুলতানা ও মুজিবুল হক ভুইয়া।

অন্যদিকে নিপুণের পক্ষে শুনানি করে জ্যেষ্ঠ আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ। সঙ্গে ছিলেন আইনজীবী মোস্তাফিজুর রহমান খান ও হারুন–উর–রশিদ।

এর আগে ৭ ফেব্রুয়ারিতে দেওয়া হাইকোর্টের আদেশে ২ ফেব্রুযারির চিঠির কার্যকারিতা স্থগিত করা হয়। পাশাপাশি ২ ও ৫ ফেব্রুয়ারির চিঠি ও সিদ্ধান্তের ভিত্তিতে জায়েদ খানকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে নির্দেশ দেওয়া হয়। রুল শুনানির জন্য ১৫ ফেব্রুয়ারি দিন রাখেন হাইকোর্ট। এর ধাবাহিকতায় ২৩ ফেব্রুয়ারিতে রুলের ওপর শুনানি শুরু হয়। তৃতীয় দিনের রুল শুনানি শেষে আদালত রায় ঘোষণা করলেন।

অন্যদিকে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নিপুণ আপিল করেন। চেম্বার আদালতে শুনানি হয়। ৯ ফেব্রুয়ারি শুনানি নিয়ে চেম্বার আদালত আদেশ দেন। চেম্বার বিচারপতির হাইকোর্টের আদেশ স্থগিত করে নিপুণের আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। একই সঙ্গে শিল্প সমিতির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালনে ওই সময়ে দুই পক্ষকে (নিপুণ ও জায়েদ) স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়। চেম্বার বিচারপতির এ আদেশ চলমান থাকবে উল্লেখ করে ১৪ ফেব্রুয়ারি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চ নিপুণের আবেদন নিষ্পত্তি করে আদেশ দেন। এরপর হাইকোর্ট রুল শুনানি হয়। আজ আদালত রায় দিলেন।



আর্কাইভ

বিশ্বে বায়ুদূষণের শীর্ষে ঢাকা
দ. কোরিয়ায় বিমান বিধ্বস্ত, ১৮১ আরোহীর ১৭৯ জনই নিহত
বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুদ্ধে ক্ষতির শিকার রেকর্ডসংখ্যক শিশু
কী হতে যাচ্ছে ৩১ ডিসেম্বর
পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে সংঘর্ষ, পাকিস্তানের ১৯ সেনা নিহত
কেউ জমি দখলে ব্যস্ত,কেউ চাঁদাবাজিতে ব্যস্ত, কেউ ব্যস্ত পদ-পদবি দখলে: অ্যাটর্নি জেনারেল
যুক্তরাষ্ট্রে ২০২৪ সালে গৃহহীন মানুষের রেকর্ড বৃদ্ধি
যারা ক্ষমতায় আসতে চাচ্ছে, তাদের অনেকেই চাঁদাবাজি করছেন : উপদেষ্টা
৪ লাখ ৩০ হাজার মাইল গতিতে সূর্যের কাছে গিয়ে ইতিহাস গড়ল নাসার মহাকাশযান
সাংবাদিকসহ সকল অস্থায়ী পাস বাতিল