সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রের নাগরিকদের ‘দ্রুত’ রাশিয়া ছাড়ার নির্দেশ
যুক্তরাষ্ট্রের নাগরিকদের ‘দ্রুত’ রাশিয়া ছাড়ার নির্দেশ
বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন, ওয়াশিংটন থেকেঃ নিজ দেশের নাগরিকদের ‘দ্রুত’ রাশিয়া ছাড়ার বিষয় বিবেচনায় নেওয়ার অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র।রোববার এ অনুরোধ করা হয় বলে জানায় তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু।
মস্কোর যুক্তরাষ্ট্র দূতাবাস এক বিবৃতিতে জানায়, ইউক্রেনে হামলার কারণে বিশ্বের অনেক দেশ রাশিয়ার সঙ্গে ফ্লাইট বাতিল করছে।একই সঙ্গে রাশিয়ার জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দিচ্ছে। এমন অবস্থায় এখনও বাণিজ্যিক ফ্লাইট চালু রয়েছে। তাই যেসব মার্কিন নাগরিক রাশিয়ায় রয়েছেন তারা ‘দ্রুত’ দেশটি ছাড়ার বিষয়টি বিবেচনায় নিতে পারেন।
গত বৃহস্পতিবার ইউক্রেনের দোনবাস অঞ্চলে ‘সামরিক অভিযানের’ ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকে ভয়াবহ সংঘাত চলছে।