বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » জাতিসংঘের মহাসচিব পক্ষপাতদুষ্ট- রাশিয়া
জাতিসংঘের মহাসচিব পক্ষপাতদুষ্ট- রাশিয়া
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে পক্ষপাতদুষ্ট বলেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি আজ (বুধবার) আরো বলেছেন, এটা স্পষ্ট জাতিসংঘ মহাসচিব পাশ্চাত্যের চাপের মুখে কাজ করছেন, তাদের পক্ষে কথা বলছেন।
ল্যাভরভ বলেন, পূর্ব ইউক্রেনের ঘটনাপ্রবাহ নিয়ে সম্প্রতি নানা ধরণের বক্তব্য দিয়েছেন গুতেরেস। কিন্তু তার এসব বক্তব্যের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই এবং এগুলো তার এখতিয়ারের মধ্যে পড়ে না। এটা জাতিসংঘ ঘোষণার পরিপন্থী বলেও জানান তিনি।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘ মহাসচিব কখনোই মিনস্ক চুক্তি নিয়ে কথা বলেননি এবং এর প্রতি সমর্থন জানাননি।
মিনস্ক চুক্তির প্রধান একটি শর্ত ছিল পূর্ব ইউক্রেন থেকে সামরিক স্থাপনা, সামরিক সরঞ্জাম ও ভাড়াটে সেনাদের সরিয়ে নিতে হবে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া হিসাব অনুযায়ী, ইউক্রেনে এখনো প্রায় ১০ হাজার বিদেশি সামরিক বিশেষজ্ঞ স্থায়ীভাবে রয়ে গেছেন। এই সেনাসদস্যদের মধ্যে চার হাজারই মার্কিন যুক্তরাষ্ট্রের।