বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » খায়রুজ্জামানকে মুক্তি দিয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ
খায়রুজ্জামানকে মুক্তি দিয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ
বিবিসি২৪নিউজ, নাছির উদ্দীন চৌধুরী, কুয়ালালামপুর থেকেঃ বাংলাদেশের সাবেক হাই কমিশনার, জেল হত্যা মামলার সন্দেহভাজন এম খায়রুজ্জামানকে প্রত্যর্পণে মালয়েশিয়ার আদালত স্থগিতাদেশ দেওয়ার পর দেশটির সরকার তাকে মুক্তি দিয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী।
খায়রুজ্জামানের আইনজীবী জিও চো ইংকে উদ্ধৃত করে মালায়েশিয়ার সংবাদমাধ্যম স্টার জানিয়েছে, পুত্রাজায়ায় ইমিগ্রেশন বিভাগের সদরদপ্তর থেকে বুধবার বিকালে তাকে মুক্তি দেওয়া হয়।