বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » সৌদি পতাকা কালেমা থাকছে না?
সৌদি পতাকা কালেমা থাকছে না?
বিবিসি২৪নিউজ,রুহুল আমিন, সৌদি আরব থেকেঃ সৌদি আরবের জাতীয় পতাকা, জাতীয় প্রতীক এবং জাতীয় সঙ্গীতে পরিবর্তন আনার লক্ষ্যে একটি খসড়া অনুমোদন করা হয়েছে। দেশটির মজলিশে শুরা এ অনুমোদন দিয়েছে। তবে এটি বাস্তবায়নের জন্য রাজা সালমান বিন আব্দুল আজিজের চূড়ান্ত অনুমোদন লাগবে।
নিয়ম অনুযায়ী, শুরার এই সিদ্ধান্ত লিখিত আকারে পাঠানো হবে রাজার কাছে। তার চূড়ান্ত অনুমোদনের পর এসব সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু করবে প্রশাসন। সাধারণত দেশটির রাজা ও যুবরাজের চিন্তাই প্রতিফলিত হয় শুরার বৈঠকগুলোতে। তাই রাজা সালমান এতে অনুমোদন দেবেন বলেই ধরে নিচ্ছেন বিশ্লেষকেরা।
সৌদি আরবেরই বিভিন্ন সূত্র বলছে, এই খসড়ার ভিত্তিতে পতাকা থেকে কালেমা অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদার রাসুলুল্লাহ বাদ দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে এই খবর প্রচারিত হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপক প্রতিবাদ শুরু হয়েছে। সৌদি নাগরিকরা এটাকে সরাসরি ইসলামবিদ্বেষী পদক্ষেপ হিসেবে গণ্য করছেন।
অপর একটি সূত্র জানিয়েছে, ব্যাপক প্রতিবাদের মুখে সৌদি সরকার এখন পতাকা থেকে কালেমা বাদ দেওয়ার খবরকে গুজব হিসেবে প্রচার চালাচ্ছে। যদিও কালেমাখচিত পতাকা বাদ দেওয়ার লক্ষ্যে অনেক দিন ধরেই পরিকল্পনা করে আসছিলেন সৌদি আরবের বর্তমান যুবরাজ মুহাম্মাদ বিন সালমান। সৌদি যুবরাজ সেদেশে নানা ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এনেছেন। এরইমধ্যে সিনেমা হল নির্মাণ করা হয়েছে, কনসার্টের অনুমোদন দেওয়া হয়েছে।
গালফ নিউজ জানিয়েছে, সৌদি আরবের জাতীয় পতাকা, প্রতীক ও সঙ্গীতের ২৩ অনুচ্ছেদের অধীনে মজলিশে শুরার সদস্য সা’দ সালিব আল ওতাইবি এই খসড়া কাউন্সিলের কাছে উত্থাপন করেন। এরপর এটি পাস হয়ে যায়।