মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » করোনায় আক্রান্ত কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো
করোনায় আক্রান্ত কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো
বিবিসি২৪নিউজ, দেলোয়ার হোসেন কানাডা থেকেঃ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।সোমবার (৩১ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে জাস্টিন ট্রুডো বলেন, সকালে পরীক্ষায় আমার করোনা পজিটিভ এসেছে।
আমি ভালো বোধ করছি। চলতি সপ্তাহে জনস্বাস্থ্য বিধি মেনে দূর থেকে কাজ চালিয়ে যাবো।দয়া করে সবাই টিকা নিন এবং অন্যদের উৎসাহিত করুন।
এর আগে, গত সপ্তাহে জাস্টিন ট্রুডোর এক সন্তান করোনায় আক্রান্ত হওয়ার পর আইসোলেশনে যান কানাডার এই প্রধানমন্ত্রী।
তবে সেই সময় করোনার র্যাপিড টেস্টে নেগেটিভ ফল আসে তার।