রবিবার, ৩০ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ব্রাহ্মণবাড়িয়ার ভ্যাকুর আঘাতে ৬০ পিএসআই ক্ষমতাসম্পন্ন গ্যাস পাইপ লাইন বিধ্বস্ত, পুরো জেলায় গ্যাস সরবরাহ বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ার ভ্যাকুর আঘাতে ৬০ পিএসআই ক্ষমতাসম্পন্ন গ্যাস পাইপ লাইন বিধ্বস্ত, পুরো জেলায় গ্যাস সরবরাহ বন্ধ
বিবিসি২৪নিউজ, ব্রাহ্মণবাড়িয়া (সরাইল) প্রতিনিধি,মোঃ রাকিবুর রহমানঃ ব্রাহ্মণবাড়িয়া জেলা ফোরলেন সড়কের কাজের সময় বাখরাবাদ গ্যাস পাইপ লাইনে ভ্যাকুর আঘাতে ৬০ পিএসআই ক্ষমতাসম্পন্ন গ্যাস পাইপ লাইন বিধ্বস্ত হয়। পুরো জেলায় রোববার (৩০ জানুয়ারি) দুপুর থেকে গ্যাস সংযোগ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। আজ দুপুর থেকে ওই উচ্চ ক্ষমতাসম্পন্ন পাইপ লাইন দিয়ে অনবরত গ্যাস বের হচ্ছে। এ নিয়ে পুরো এলাকায় আতংক দেখা দিয়েছে। কর্মকর্তারা জানিয়েছে, আশুগঞ্জ-আখাউড়া ফোরলেন সড়কের কাজের সময় গ্যাস পাইপ লাইন বিধ্বস্ত হয়। এরপর ওই এলাকায় প্রবল বেগে গ্যাস নির্গত হতে থাকে। এতে গ্যাসের উৎকঠ গন্ধে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়। ঘটনার পর পর নিরাপত্তার জন্য সারা জেলার গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কো. লি. এর ডিজিএম বলেন, নিরাপত্তার কারণে ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে। এতে আবাসিক ও বাণিজ্যিক অন্তত ২৪ হাজার গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।