সোমবার, ২০ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ইয়েমেনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র- ড্রোন হামলা বিপর্যস্ত সৌদি আরব
ইয়েমেনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র- ড্রোন হামলা বিপর্যস্ত সৌদি আরব
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা এবং তাদের সমর্থিত সামরিক বাহিনী সৌদি আরবের কয়েকটি স্থাপনার ওপর প্রচণ্ড রকমের হামলা চালিয়েছে। এসব হামলায় তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং বহু সংখ্যক ড্রোন ব্যবহার করে।
সৌদি আরবের কয়েকটি সূত্রের বরাত দিয়ে আল-আলম টেলিভিশন চ্যানেল জানিয়েছে, সৌদি আরবের জিজান এবং খামিস মুশাইত শহরে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইয়েমেনের কয়েকটি গণমাধ্যমও সৌদি আরবের কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কথা নিশ্চিত করেছে। হামলার পর জিজান বিমানবন্দর বন্ধ করে দেয়া হয় যার কারণে বহু বিমান সেখানে অবতরণ করতে পারে নি।
সৌদি আরবের ওপর মঝেমধ্যেই হামলা চালাচ্ছে ইয়েমেনের ড্রোন
এদিকে, সৌদি আরবের কয়েকটি সংবাদ সূত্র দাবি করেছে যে, দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী দুটি ড্রোন ভূপাতিত করেছে। এসব ড্রোন সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর ওড়াউড়ি করছিল।
আমেরিকার কাছ থেকে পরিপূর্ণভাবে অস্ত্র, সামরিক রসদ এবং রাজনৈতিক সমর্থন নিয়ে সৌদি আরব ২০১৫ সালের মার্চ মাস থেকে দারিদ্র্যপীড়িত ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। এ পর্যন্ত হাজার হাজার ইয়েমেনি নাগরিক সৌদি হামলায় নিহত হয়েছে। উপায়ন্তর না দেখে ইয়েমেনের যোদ্ধারা সৌদির জোটের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং তারা প্রায়ই সৌদি আরবের গভীর অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে।