রবিবার, ৩ অক্টোবর ২০২১
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » টুইটার একাউন্ট ফিরিয়ে পেতে আদালতে ট্রাম্পের আবেদন
টুইটার একাউন্ট ফিরিয়ে পেতে আদালতে ট্রাম্পের আবেদন
বিবিসি২৪নিউজ, খান শওকত, যুক্তরাষ্ট্র থেকেঃ সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারের একাউন্ট পুনর্বহাল করার অনুরোধ করেছেন। এজন্য তিনি ফ্লোরিডার ফেডারেল জজ আদালতের স্মরণাপন্ন হয়েছেন।
শুক্রবার তিনি আদালতে একটি আবেদন করেন যাতে তিনি টুইটার কর্তৃপক্ষের বিরুদ্ধে ইনজাংশন জারির অনুরোধ করেছেন।
গত জানুয়ারি মাসে সহিংসতায় উসকানি দেয়ার অভিযোগে টুইটার কর্তৃপক্ষ ট্রাম্পের একাউন্ট নিষিদ্ধ করেছিল। গত ৬ জানুয়ারি মার্কিন ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের প্রাণঘাতী হামলার পর ওই হামলার প্রশংসা করে টুইটারে পোস্ট দিয়েছিলেন সাবেক এ প্রেসিডেন্ট। টুইটার বিষয়টিকে তাদের অনুসৃত নীতির মারাত্মক লঙ্ঘন বলে বিবেচনা করেছিল।
ক্যাপিটল হিলের হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত পাঁচজন নিহত হয়েছিল। ট্রাম্পের সে সময়কার ভুমিকায় ফেইসবুকও তার একাউন্ট স্থগিত করে।