বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ক্যামেরাম্যানকে বাঁচাতে নিজেই মৃত্যুবরণ করেছেন রাশিয়ার জরুরি মন্ত্রী
ক্যামেরাম্যানকে বাঁচাতে নিজেই মৃত্যুবরণ করেছেন রাশিয়ার জরুরি মন্ত্রী
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রী ইয়েভগেনি জিনিচেভ (৫৫) প্রশিক্ষণের সময় একজনের জীবন বাঁচাতে গিয়ে মৃত্যুবরণ করেছেন। ঘটনাটি ঘটেছে নোরিলস্ক শহরে। মস্ক থেকে এই শহর ২৯০০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। সূত্র: আল জাজিরা।
বুধবার এক বিবৃতিতে রাশিয়ার ওই মন্ত্রণালয় জানিয়েছে, জিনিচেভ আর্কটিক অঞ্চলে বৃহৎ পরিসরের ড্রিলস পর্যবেক্ষণের জন্য গিয়েছিলেন। এসময় তিনি নোরিলস্কে একটি নতুন ফায়ার স্টেশনের কনস্ট্রাকশন সাইট পরিদর্শন করেন। তিনি ওই এলাকার একটি সার্স অ্যান্ড রেসকিউ (অনুসন্ধান এবং উদ্ধার) টিমও পরিদর্শন করেন।
রাশিয়ার রাষ্ট্র-পরিচালিত সংবাদ সংস্থা আরটি এর প্রধান সম্পাদক মারগারিটা সিমোনয়ান বলেছেন, একজন ক্যামেরাম্যান পা পিছলে পানির মধ্যে পড়ে গিয়েছিলেন। তাকে উদ্ধার করতে গিয়ে মন্ত্রী মারা যান।
টুইটারে সিমোনয়ান লিখেছেন, ‘বহু মানুষ এই ঘটনার সাক্ষী আছেন। মন্ত্রী ক্যামেরাম্যানকে বাঁচানোর জন্য পানির মধ্যে লাফ দেন এবং পাথরের উপর পড়েন।’
২০১৮ সাল থেকে জিনিচেভ জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তার পূর্বে যিনি মন্ত্রী ছিলেন তিনি সাইবেরিয়ায় ভয়াবহ একটি অগ্নিকাণ্ডের ঘটনার পর পদত্যাগ করেন। ওই ঘটনায় ৬০ জন মারা গিয়েছিলেন।
১৯৮০ এর দশকের শেষের দিকে জিনিচেভ একজন কেজিবি অফিসার হিসেবে ক্যারিয়ার শুরু করেন। সোভিয়েত পরবর্তী সময়েও তিনি ফেডারেল সিকিউরিটি সার্ভিসে (এফএসবি) দায়িত্ব পালন করেন।