শিরোনাম:
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩১
BBC24 News
বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » জার্মানিতে করোনা টিকা নিয়ে বিতর্ক সত্ত্বেও তৃতীয় ডোজ শুরু
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » জার্মানিতে করোনা টিকা নিয়ে বিতর্ক সত্ত্বেও তৃতীয় ডোজ শুরু
৬৯৩ বার পঠিত
বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জার্মানিতে করোনা টিকা নিয়ে বিতর্ক সত্ত্বেও তৃতীয় ডোজ শুরু

---বিবিসি২৪নিউজ, আবু আইয়ুব মুকুল, জার্মানি থেকেঃ বিতর্ক সত্ত্বেও দুর্বল অ্যান্টিবডির কারণে বয়স্ক ও অন্যান্য ঝুঁকিপূর্ণ মানুষের জন্য করোনা টিকার তৃতীয় ডোজ দিতে শুরু করেছে জার্মানির কয়েকটি রাজ্য৷ এদিকে শিশু-কিশোরদের জন্য টিকার ছাড়পত্রের প্রস্তুতি চলছে৷
বিতর্ক সত্ত্বেও দুর্বল অ্যান্টিবডির কারণে বয়স্ক ও অন্যান্য ঝুঁকিপূর্ণ মানুষের জন্য করোনা টিকার তৃতীয় ডোজ দিতে শুরু করেছে জার্মানির কয়েকটি রাজ্য৷ এদিকে শিশু-কিশোরদের জন্য টিকার ছাড়পত্রের প্রস্তুতি চলছে৷
দেরিতে হলেও জার্মানি তথা ইউরোপে করোনা টিকা কর্মসূচি যথেষ্ট গতি পেয়েছে৷ সেপ্টেম্বর মাস শুরু হবার আগেই ইউরোপের ৭০ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ টিকার সব প্রয়োজনীয় ডোজ পেয়ে গেছেন৷ আসন্ন হেমন্ত ও শীতকালে করোনা মহামারি কার্যকরভাবে মোকাবিলার লক্ষ্যে আরও বেশি মানুষকে টিকার আওতায় আনার উদ্যোগ চলছে৷

এরই মাঝে শুরু হয়ে গেছে বয়স্ক মানুষের জন্য করোনা টিকার তৃতীয় ডোজ দেবার প্রক্রিয়া৷ তবে এ ক্ষেত্রে বিজ্ঞানীদের মতামত ও পারস্পরিক সমন্বয়ের বদলে জার্মানির অনেক রাজ্য ‘একলা চলো রে’ নীতি গ্রহণ করছে৷ সেখানে আশির বেশি বয়সি ও দুর্বল ইমিউন সিস্টেমের সমস্যায় জর্জরিত মানুষদের অ্যান্ডিবডি শক্তিশালী করতে তৃতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে৷ জার্মানির টিকা কমিশনের পরামর্শ ছাড়াই এমন বিচ্ছিন্ন পদক্ষেপের সমালোচনা করেছেন জার্মানির ডাক্তারদের সংঘের প্রধান ক্লাউস রাইনহার্ট৷ তাঁর মতে, নীতিগতভাবে এমন পদক্ষেপের পক্ষে কিছু যুক্তি থাকলেও বেশিরভাগ বিশেষজ্ঞের মতে, বেশিরভাগ টিকাপ্রাপ্তদের এখনই এমন বুস্টার ডোজের প্রয়োজন নেই৷ তাছাড়া ঠিক কখন, কাকে এমন বুস্টার ডোজ দেওয়া উচিত বা আদৌ সেটার প্রয়োজন আছে কিনা, সে বিষয়ে যথেষ্ট গবেষণার ফল এখনো পাওয়া যায় নি৷ সব তথ্য যাচাই করে জার্মানির টিকা কমিশন যত দ্রুত সম্ভব রায় দেবে বলে জানিয়েছে৷ইউরোপীয় ইউনিয়নের রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ দফতর ইসিডিসি বুধবার রাতে এক বিবৃতিতে জানিয়েছে, এখনই করোনা টিকার বুস্টার ডোজের কোনো জরুরি প্রয়োজন নেই৷ একমাত্র দুর্বল ইমিউন সিস্টেমের কারণেই এমন ডোজ প্রয়োজন বলে এই দফতর মনে করে৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা নীতিগতভাবে তৃতীয় ডোজের বিরোধিতা করছে৷ উন্নয়নশীল দেশগুলিতে করোনা টিকার অভাবের পরিপ্রেক্ষিতে এমন পদক্ষেপ কোনোমতেই গ্রহণযোগ্য নয় বলে মনে করে ডাব্লিউএইচও৷ উল্লেখ্য, ফ্রান্সও বুধবার থেকে বয়স্ক ও দুর্বল মানুষের জন্য বুস্টার ডোজ দিতে শুরু করেছে৷করোনা টিকার বুস্টার ডোজের পাশাপাশি ১২ বছরের কম বয়সি শিশু-কিশোরদের সুরক্ষা নিয়েও জার্মানিতে জোরালো আলোচনা চলছে৷ বিশ্বের কোথাও এখনো এই বয়সের মানুষের জন্য টিকার আবেদন করা হয়নি৷ বায়োনটেক-ফাইজার ও মডার্না কোম্পানি সম্ভবত অক্টোবর মাসেই সেই লক্ষ্যে ছাড়পত্রের আবেদন করতে পারে৷ কোনো নতুন টিকা নয়, বরং প্রচলিত টিকার ডোজে হেরফের করে ১২ বছরের কম বয়সি শিশু-কিশোরদের টিকা কর্মসূচির আওতায় আনতে চায় এই দুই কোম্পানি৷ তবে এখনো পর্যন্ত যথেষ্ট সংখ্যক শিশু কিশোরের উপর ক্লিনিকাল ট্রায়াল না হওয়ায় পার্শ্ব প্রতিক্রিয়া বা ঝুঁকি সম্পর্কে যথেষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না৷ ফলে অনেক বিশেষজ্ঞ মনে করছেন, যথেষ্ট সংখ্যক শিশু-কিশোর টিকা নেবার পরই সে বিষয়ে সার্বিক ধারণা পাওয়া যাবে৷ ২০২২ সালে শিশু-কিশোরদের করোনা টিকা দেওয়া শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে৷ সব বয়সের মানুষ টিকার আওতায় এলে করোনা সংকটের চূড়ান্ত অবসানের আশা করছেন বিশেষজ্ঞরা৷



আর্কাইভ

ঢাকা-দিল্লি সম্পর্ক স্বাভাবিক দিকে অগ্রসর হচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা
নতুন আইজিপি বাহারুল ও ডিএমপি কমিশনার সাজ্জাত
পারমাণবিক আশ্রয়কেন্দ্র বানাচ্ছে রাশিয়া!
আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন সংশোধনের খসড়া অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ
ইলন মাস্কের রকেট উৎক্ষেপণ দেখতে হাজির ট্রাম্প
লেবাননে নিহত দুই শতাধিক শিশু: ইউনিসেফ
মার্তিনেজের ধাঁধানো গোলে জিতল আর্জেন্টিনা
পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিধি বাড়ালেন পুতিন
বিএনপির ২৮ অক্টোবরের মহাসমাবেশ সফল হয়নি: হাসনাত
যুক্তরাষ্ট্র-ফিলিপাইন সামরিক গোয়েন্দা তথ্য চুক্তি স্বাক্ষর