রবিবার, ২৯ আগস্ট ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » আফগানিস্তানে যুক্তরাষ্ট্র দূতাবাসে নিরাপত্তা সতর্কতা জারি
আফগানিস্তানে যুক্তরাষ্ট্র দূতাবাসে নিরাপত্তা সতর্কতা জারি
বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্কঃ প্রেসিডেন্ট বাইডেনের ঘোষণা যে, কাবুল বিমান বন্দর লক্ষ্য করে আগামী ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে আরো একটি হামলা হতে পারে এবং যুক্তরাষ্ট্র দূতাবাস, সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য হুমকির প্রেক্ষিতে, যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিমানবন্দর এলাকা ত্যাগ করার অনুরোধ জানায়I
নিরাপত্তা হুশিয়ারিতে আমেরিকান জনগণকে বিমানবন্দর পরিহার করার নির্দেশ দেয়া হয়েছেI যারা দক্ষিণ গেইট (এয়ারপোর্ট সার্কেল), নতুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিমানবন্দরের উত্তর পশ্চিম এলাকার পাঞ্জশির পেট্রল স্টেশন সংলগ্ন গেইটের কাছে অবস্থান করছেন, তাদের যথাশীঘ্র ঐসব এলাকা থেকে চলে যাওয়ার অনুরোধ জানানো হয়েছেI
শনিবার, প্রেসিডেন্ট বাইডেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলি তাদের নাগরিকদের উদ্ধার তৎপরতা প্রশমিত করলে, আফগান জনগণ তালিবানের হামলা থেকে পালাবার চেষ্টা চালালে এবং কাবুল বিমানবন্দরের সীমানায় সংগঠিত আত্মঘাতী বোমা হামলার মাত্র দুদিন পরে, আরো হামলার ব্যাপারে হুশিয়ার করে দেনI কাবুল বিমানবন্দরের আত্মঘাতী হামলায় অন্তত ১৭০ জন আফগান নাগরিক ও ১৩ জন যুক্তরাষ্ট্রের সেনা প্রাণ হারানI
.
প্রেসিডেন্ট বাইডেন জানান, তিনি বিশাল এই উদ্ধার তৎপরতার শেষ পর্বে এবং আমেরিকান সেনাদের প্রত্যাহার শেষ হওয়ার আগে, স্থলে, কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে অবস্থানরত আমেরিকান সেনাদের রক্ষার্থে যুক্তরাষ্ট্রের কমান্ডারদের প্রতি নির্দেশ দিয়েছেনI
.
হোয়াইট হাউজ জানায়, শনিবার বিকেল ৩টা পর্যন্ত ১২ ঘন্টার মধ্যে, ২০০০ লোককে কাবুল থেকে উদ্ধার করা হয়েছেI যুক্তরাষ্ট্র সামরিক বাহিনীর ফ্লাইটে ১৪০০ জন এবং জোটবাহিনীর ৭টি উদ্ধার ফ্লাইটে ৬০০ জনকে উদ্ধার করা হয়I