রবিবার, ২৯ আগস্ট ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » আকাশে ‘হার্ট অ্যাটাক হওয়া পাইলট আতাউল কাইয়ুমের অবস্থা সঙ্কটাপন্ন
আকাশে ‘হার্ট অ্যাটাক হওয়া পাইলট আতাউল কাইয়ুমের অবস্থা সঙ্কটাপন্ন
বিবিসি২৪নিউজ, বিধান চন্দ্র মন্ডল, নাগপুর থেকেঃ বিমান চালনার সময় মধ্য আকাশে হার্ট অ্যাটাকের শিকার হওয়া পাইলট নওশাদ আতাউল কাইয়ুমের অবস্থা সঙ্কটাপন্ন। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
তিনি ভারতের নাগপুরের কিংসওয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন বলে জানিয়েছে হাসপাতালটির একটি সূত্র।
হাসপাতাল কর্মকর্তাদের বরাত দিয়ে বাংলাদেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানাচ্ছে, ‘তার (ক্যাপ্টেন নওশাদ) অবস্থা গুরুতর… তিনি সম্পূর্ণ ভেন্টিলেশনের সহায়তায় বেঁচে আছেন… তার মস্তিষ্কে প্রচুর রক্তক্ষরণ হয়েছে… তিনি কোমায় আছেন।’
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন কর্মকর্তা বলেছেন, ”ক্যাপ্টেন নওশাদ এখন লাইফ সাপোর্টে রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তার চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বাংলাদেশ সময় দুপুর আড়াইটার সময় তাদের বৈঠকে বসার কথা। সেখানেই তারা ক্যাপ্টেন নওশাদের ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।”
শতাধিক যাত্রী নিয়ে ওমানের মাস্কাট থেকে ঢাকায় আসার পথে শুক্রবার সকালে মাঝ আকাশে অসুস্থ হয়ে পড়েন ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুম।