বুধবার, ২৫ আগস্ট ২০২১
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » আগস্টের মধ্যেই কাবুল ছাড়তে পারেন যুক্তরাষ্ট্রের সেনারা : বাইডেন
আগস্টের মধ্যেই কাবুল ছাড়তে পারেন যুক্তরাষ্ট্রের সেনারা : বাইডেন
বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন, ওয়াশিংটন থেকেঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আগামী ৩১ আগস্টের মধ্যেই কাবুল থেকে সেনা সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শেষ করতে যুক্তরাষ্ট্র দ্রুত গতিতে কাজ করছে।
যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো সেনা সরিয়ে নেওয়ার প্রক্রিয়া দীর্ঘায়িত করার পক্ষে মত দিলে বাইডেন তা মানছেন না।
স্থানীয় সময় মঙ্গলবার বাইডেন এক বিবৃতিতে বলেন, যত দ্রুত কাবুল থেকে আমাদের সেনাদের সরিয়ে নেওয়া যায়, আমাদের জন্য ততই ভালো।
বাইডেন আরও বলেন, কাবুল ছাড়তে তালেবানরা আমাদের সাহায্য করছে। তালেবানদের কর্মকাণ্ড দেখে আন্তর্জাতিক সম্প্রদায় তাদের সম্পর্কে মূল্যায়ন করবে।
তিনি আরও বলেন, আমার কেউ তালেবানদের কথা মেনে নেব না।
গত ৯ দিনে কাবুল থেকে কমপক্ষে ৭০ হাজার ৭০০ জনকে বিমানে যুক্তরাষ্ট্রে আনা হয়েছে।